• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
সাফারি পার্কে ফের জেব্রা শাবকের জন্ম

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

সাফারি পার্কে ফের জেব্রা শাবকের জন্ম

  • শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ সেপ্টেম্বর ২০২০

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ফের আরেকটি জেব্রা শাবকের জন্ম হয়েছে। গত ২২ সেপ্টেম্বর তারিখে কোনো এক সময় ওই নারী শাবকটির জন্ম হয়।  আজ মঙ্গলবার পার্ক কর্তৃপক্ষ শাবকটির জন্মের কথা জানায়।  এর আগেও গত ২৮ মে ও গত ১৪ জুন দুটি জেব্রা শাবকের জন্ম হয়েছিল। এ নিয়ে পার্কে ২৩ টি জেব্রার একটি বড় পরিবার হয়েছে।

পার্ক কতৃর্পক্ষ জানান, সাফারি পার্কের আফ্রিকান সাফারি বেষ্টনীতে উন্মুক্ত বসবাস করে জেব্রাসহ অন্যান্য প্রাণি। পার্কের কোর সাফারির একটি অংশে আফ্রিকান সাফারি জোন রয়েছে। এখানে হরিণ, জিরাফ, অরিক্স, গ্যাজেল, ওয়া ইল্ডবিস্ট, কমন ইল্যান্ড একত্রে উন্মুক্ত পরিবেশে বিচরণ করে। পার্কের নিজস্ব নিয়মে এদের খাবার দেওয়া হয় । পার্কে এ জেব্রা শাবকসহ মোট ২৩টি জেব্রা রয়েছে। যার মধ্যে ১৪টি নারী এ ৯ পুরুষ জেব্রা। 

সাফারি পার্কের ওয়াইল্ড লাইফ সুপারভাইজার সরোয়ার হোসেন খান জানান, জেব্রা একটি বাচ্চার জন্ম দিয়ে থাকে। জেব্রা ১২ থেকে ১৩ মাস গর্ভকালীন সময় পার করে। গড় আয়ু বিশ বছর। পুরুষ  জেব্রা চার বছরে ও নারী জেব্রা তিন বছরে প্রাপ্তবয়স্ক হয়। তিনি বলেন, জন্ম নেওয়া এ বাচ্চাটিও নারী হয়েছে।

অপর ওয়াইল্ড লাইফ সুপারভাইজার আনিসুর রহমান জানান, জেব্রারা দলবেধে বসবাস করে। এরা দলবদ্ধ প্রাণী। ওদের দলে কোনো শাবকের জন্ম হলে অন্য সদস্যরা আলাদা নজরে রাখে শাবকদের। শাবকদের নিরাপত্তা সবাই নিশ্চিত করে। আফ্রিকান সাবানা অঞ্চলে এদের অবাধ বিচরণ। যেখানে সবুজ ঘাস রয়েছে মাঠের পরে মাঠ। মাঝে মাঝে থাকে উঁচু গাছপালা। আফ্রিকা থেকেই সাফারি পার্কে আনা হয়েছে এ প্রাণীগুলোকে।  উপযুক্ত পরিবেশ পেয়ে জেব্রাসহ অন্যান্য প্রাণীরা নিয়মিত বাচ্চার জন্ম দিচ্ছে এ সাফারি পার্কে। যা আগত দর্শনার্থীদের আলাদা বিনোদন দেয়। করোনাকালীন সময়ে পার্ক বন্ধ থাকায় প্রাণীরা বেশ ফুরফুরে মেজাজে রয়েছে।

সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকতা (এসিএফ) মো.  তবিবুর  রহমান জানান, জন্মের  পরেই আমাদের নজরে আসে জেব্রা শাবকটি। মায়ের দুধ পান করছে সময় সময়। বনের ভিতরেই তাদের বিচরণ। সুস্থ সবল রয়েছে শাবকটি।

তিনি বলেন, আরো বেশ কিছু প্রাণী গর্ভবতী রয়েছে। আশা করছি আরো কিছু প্রাণীর বাচ্চার পাব এ বছরেই। যা পার্কের সৌন্দর্য বাড়িয়ে দিবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads