• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
শ্রীমঙ্গলে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

শ্রীমঙ্গলে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

  • আতাউর রহমান কাজল
  • প্রকাশিত ৩০ সেপ্টেম্বর ২০২০

'আমরা সবাই সোচ্চার, বিশ্ব হবে সমতার'-এই প্রতিপাদ্যকে ধারন করে এবং 'শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা'- এই স্লোগানকে সামনে রেখে শ্রীমঙ্গলে জাতীয় কন্যাশিশু দিবস  ২০২০ উদযাপন উপলক্ষ্যে এক আলোচনা সভা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আজ সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার জনাব নজরুল ইসলাম।

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষ্যে সভায় বক্তব্য রাখেন, শ্রীমঙ্গল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদা আকতার, উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রেহানা আকতার ঝুমা, তথ্য সেবা কর্মকর্তা লুৎফুন্নাহার খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর প্রমুখ।

কন্যাশিশুদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাদিয়া শারমিন, লাকী দেব, অর্পিতা ধর, ফাতেমা আক্তার প্রমুখ।

সভায় উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম জাতীয় কন্যাশিশু দিবসের তাৎপর্য তুলে ধরে কন্যাশিশু দিবসের বিস্তারিত আলোকপাত করে সমাপনী বক্তব্য রাখেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads