• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪২৯

সারা দেশ

কেরানীগঞ্জে পলাশ বাহিনীর অত্যাচারে ৬ বছর ঘরছাড়া হিন্দু পরিবার: সংবাদ সম্মেলনে অভিযোগ

  • কেরানীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ৩০ সেপ্টেম্বর ২০২০

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার গোয়ালখালী গ্রামে আপন ভাতিজা পলাশ ও তার বাহিনীর অত্যাচারে কাকা রাজহরি সরকার (৫২) ও তার পরিবার ছয় বছর ধরে ঘরছাড়া।পলাশ বাহিনীর ভয়ে বাপ-দাদার বসতভিটা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন স্ত্রী ও দুই কন্যা সন্তান নিয়ে।

বধুবার সকালে১১টায় কেরানীগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে নিজের অসহায়ত্বের কথা এভাবেই তুলে ধরেন ভুক্তভোগী হিন্দু পরিবারটি।

এ ব্যাপরে হিন্দু সমাজ পঞ্চায়েত ও গ্রাম্য আদালতে আপস মিমাংসা হলেও বাড়িতে যেতে পারছেন না তারা। পলাশ বাহিনীর অত্যাচারে থানায় মামলা করতে গেলেও অজ্ঞাত কারণে মামলা নিচ্ছে না পুলিশ। ছয় বছরে বেশ কয়েকটি হামলার ঘটনায় শুধু দুইটি সাধারণ ডায়েরি নিয়েই দায় সেরেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা-পুলিশ।

রাজহরি সরকার জানান, ন্যায় বিচারের জন্য ছয় বছর যাবৎ হিন্দু সমাজ পঞ্চায়েত ও গ্রাম্য আদালত থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর দাড়ে দাড়ে ঘুরে কোন প্রতিকার পাইনি। উপায়ন্ত না দেখে স্ত্রী ও দুই কন্যা সন্তান নিয়ে সংবাদ সম্মেলন করছি। আমি ন্যায় বিচারের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাই। অন্যথায় স্ত্রী ও দুই মেয়ে নিয়ে আত্ত্বহত্যার করা ছাড়া আর কোনো পথ নেই জানান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads