• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
মুন্সিগঞ্জে ২০ জেলে আটক, ইলিশ-জাল জব্দ 

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

মুন্সিগঞ্জে ২০ জেলে আটক, ইলিশ-জাল জব্দ 

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ১৬ অক্টোবর ২০২০

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পদ্মা নদীতে অভিযান পরিচালনা করে ২০ জন জেলেকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে এক লাখ ৫ হাজার মিটার কারেন্ট জাল, ৫টি ট্রলার, ৫ কেজি মা ইলিশ আটক করা হয়েছে। এছাড়া সদর উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ২৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল, ৭০ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে। দুইটি অভিযানে মোট ২৬ লাখ ৫ হাজার মিটার কারেন্ট জাল, ৭৫ কেজি ইলিশ জব্দ হয়েছে।

আজ শুক্রবার গভীর রাত থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসন, মৎস্য অফিস, নৌ-পুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করেন।  

চর আব্দুল্লাহপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মোহাম্মদ ফারুক জানান, সদর উপজেলার বকচর এলাকার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ২৫ লাখ মিটার কারেন্ট জাল ও ৭০ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে। উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। 

মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ কর্মকর্তা সিরাজুল কবির জানান, গভীর রাতে পদ্মানদীতে অভিযান চালিয়ে ২০ জন জেলেকে আটক করা হয়েছে। এসময় ১ লাখ ৫ হাজার মিটার কারেন্ট জাল, ৫টি ট্রলার, ৫ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের সাজা প্রদানের কাজ চলছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads