• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯

সারা দেশ

বোদায় মুজিববর্ষ উপলক্ষে ১ লাখ বৃক্ষ চারা রোপণ কর্মসুচির উদ্বোধন

  • পঞ্চগড় প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ অক্টোবর ২০২০

পঞ্চগড়ের বোদায় মুজিববর্ষ উপলক্ষে গতকাল শুক্রবার (১৬অক্টোবর) বিকালে পাথরাজ নদীর পাড়ে বৃক্ষ চারা রোপণ করে ১ লাখ বৃক্ষ চারা রোপণ কর্মসুচির উদ্বোধন করেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন এমপি।

বৃক্ষ রোপণ উপলক্ষে পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ড ও বন বিভাগের উদ্যোগে ডাকবাংলো চত্বরে এক উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রী এ্যাডঃ মোঃ নূরুল ইসলাম সুজন এমপি। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো.ইউসুফ আলী, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আলম টবি, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোলেমান আলী, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফইজুর রহমান, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ ওয়াহিদুজ্জামান সুজা প্রমুখ।

আলোচনা শেষে মন্ত্রী স্কাউটস সদস্যদের মাঝে বিনামুল্যে বৃক্ষ চারা বিতরণ করেন। এ সময় আওয়ামীলীগ সহ তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads