• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
সুন্দরী নারীর ছবি দেখিয়ে...

সংগৃহীত ছবি

সারা দেশ

সুন্দরী নারীর ছবি দেখিয়ে...

  • ফেনী প্রতিনিধি
  • প্রকাশিত ২১ অক্টোবর ২০২০

বাবু হত্যার আসামি মোজাম্মেল হক শাহীন সুন্দরী নারীর ছবি দেখিয়ে বিভিন্ন জন থেকে টাকা নিত। প্রবাসী শিক্ষার্থী ইউনুছ বাবু ও তার বন্ধু শাহরিয়ার এমন খপ্পরে পড়লে তাদের সঙ্গে মনোমালিন্য সৃষ্টি হয়, এ কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। সাতদিনের রিমান্ডে এমন তথ্য জানিয়েছে কেয়ারটেকার শাহিন। গত সোমবার তার সাত দিনের রিমান্ড শেষে পুনরায় সাতদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সুদ্বীপ রায়। আদালত শাহিনের আরো দুই দিনের রিমান্ড  মঞ্জুর করেন। ফেনীর সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন এ রায় দেন।

এই মামলার বাদীপক্ষের আইনজীবী আবুল হোসেন বলেন, হত্যাকাণ্ডের বিষয়ে আসামি শাহীন কোনো সঠিক তথ্য দিচ্ছে না, যে কারণে পুনরায় রিমান্ড আবেদন করা হয়েছে। তবে আসামি যা জানিয়েছে তা হচ্ছে- আসামি শাহীন সুন্দরী নারীর ছবি দেখিয়ে বিভিন্ন জন থেকে টাকা নিত। প্রবাসী শিক্ষার্থী ইউনুছ বাবু ও তার বন্ধু শাহরিয়ার এমন খপ্পরে পড়লে তাদের সঙ্গে মনোমালিন্য সৃষ্টি হয়। এ কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

সূত্রমতে, গত ১০ অক্টোবর রাতে ফেনী শহরের পাঠানবাড়ি এলকার তাসফিয়া ভবনের সেপটিক ট্যাংক থেকে ইউনুস বাবু (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার আগের দিন ৯ অক্টোবর ভোরে শাহরিয়ার নামে আরেক বন্ধুকে উদ্ধার করা হয়েছে। কিন্তু শাহরিয়ার অলৌকিকভাবে বেঁচে যায়। তবে তিনি মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় তাসফিয়া ভবনের দারোয়ান মোজাম্মেল হক শাহীন ও ফেনী পৌরসভার ৩নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা নূর আলম রাকিবের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করে বাবুর মা রেজিয়া বেগম ফেনী মডেল থানায় হত্যা মামলা করেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads