• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
জাতীয় নিরাপদ সড়ক দিবসে শ্রীমঙ্গলে সভা ও সম্মাননা প্রদান

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

জাতীয় নিরাপদ সড়ক দিবসে শ্রীমঙ্গলে সভা ও সম্মাননা প্রদান

  • আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)
  • প্রকাশিত ২২ অক্টোবর ২০২০

'মুজিব বর্ষের শপথ, সড়ক করবো নিরাপদ'- এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীমঙ্গলে জাতীয় সড়ক দিবসে আলোচনা সভা ও দশ জনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুর ১২ টায় স্থানীয় স্টার কমিউনিটি সেন্টারে নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির আজীবন সদস্য ডা. হরিপদ রায়। 

নিরাপদ সড়ক দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার জনাব নজরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সোহেল রানা, পুলিশ পরিদর্শক ( অপারেশান)  নয়ন কারকুন, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালি দত্ত, শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মুহাম্মদ আবু নাহিদ, ট্রাফিক ইন্সপেক্টর ( শহর ও যানবাহন) মো. আবু সাঈদ,  শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আজিজুল হক রাজন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল শাখার সভাপতি আমজাদ হোসেন রনি, সাধারন সম্পাদক গোলাম রহমান মামুন প্রমুখ।

অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখায় দশ জনকে নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল শাখার পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। 

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন মো. ছালেহ আহমদ ও আব্দুল মতিন। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads