• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
সিদ্ধিরগঞ্জে আবাসিক এলাকায় ময়লার ভাগাড়

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

সিদ্ধিরগঞ্জে আবাসিক এলাকায় ময়লার ভাগাড়

  • সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ অক্টোবর ২০২০

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঘনবসতী হীরাঝিল আবাসিক এলাকায় গড়ে উঠেছে বিশাল ময়লার ভাগাড়। ময়লার দূর্গন্ধে চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা। স্কুল-কলেজে পাঠদানেও ঘটছে ব্যাঘাত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর লিখিত অভিযোগ করেও কোনো প্রতিকার হচ্ছে না বলে অভিযোগ এলাকাবাসির।

সরেজমিনে দেখা গেছে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ডের হীরাঝিল এলাকায় গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল এন্ড কলেজ এর দক্ষিণ পাশে একটি খালি জায়গায় এই ময়লার ভাগাড়। দীর্ঘদিন ধরে এখানে ময়লা ফেলায় ভাগাড়ে পরিণত হয়ে ছড়াচ্ছে দুর্গন্ধ। দূষিত হচ্ছে পরিবেশ। নানা রোগে আক্রান্ত হচ্ছে আশপাশের বাসিন্দারা। এই ময়লার ভাগাড়ের আশপাশে রয়েছে কয়েকটি মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠান।

স্থানীয়দের অভিযোগ, প্রতি বাসা বাড়ি থেকে ময়লা ফেলার জন্য এক থেকে দেড়শত টাকা করে নিয়েও দূরে না নিয়ে এলাকার ভেতরেই এই খালি জায়গায় ময়লা ফেলা হচ্ছে। এখানে ময়লা না ফেলার জন্য স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারুককে একাধিকবার বলার পরও তিনি এ বিষয়ে কোন পদক্ষেপ নেননি। দুর্গন্ধের কারণে শ্রেণিকক্ষে অধ্যয়নরত শিক্ষার্থীদের সমস্যা হওয়ায় গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ও জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দেন। পাশাপাশি এলাকাবাসির পক্ষ থেকেও তাদের কাছে লিখিত অভিযোগ করা হয়। তারপরও কোন প্রতিকার হয়নি। ফলে বিরাজ করছে ক্ষোভ।

এ বিষয়ে ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারুকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও সম্ভব হয়নি। তার ব্যবহৃত মোবাইল নাম্বারে একাধিক বার ফোন করা হলেও নাম্বার বন্ধ পাওয়া যায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads