• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বিশ্বনাথের যুবকের মৃত্যু

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বিশ্বনাথের যুবকের মৃত্যু

  • বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ অক্টোবর ২০২০

সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আবদুল ওয়াহিদ (৪০) নামে সিলেটের বিশ্বনাথের এক যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে সৌদি আরবের জেদ্দার আল-সালাম এলাকায় ঘটনাটি ঘটে। দুই সন্তানের জনক ওয়াহিদ উপজেলার সদর ইউনিয়নের সদলপুর গ্রামের আবদুল লতিফের ছেলে। তিনি প্রায় ১৮ বছর ধরে সৌদি আরবে প্রবাস জীবন অতিবাহিত করছিলেন। আগামী ২ নভেম্বর তার বাংলাদেশে ফেরার কথা ছিল।

নিহতের ছোটভাই আবদুল আজিজ জানান, বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০টার দিকে (সৌদি সময়) আবদুল ওয়াহিদ কার চালিয়ে তার সৌদি কফিলের মেয়েকে নিয়ে মাদ্রাসায় যাচ্ছিলেন। কিছু দুর যাওয়ার পর জেদ্দার আল-সালাম এলাকার ট্রাফিক সিগনাল দেখে তিনি গাড়ী থামান। তার সামনে-পিছনে কয়েকটি গাড়ী দাড়ানো অবস্থায় ছিল। এ সময় তাদের গাড়ীর পাশে এসে একটি পানি পরিবহন লরী থামলে পরে লরীটির একটি চাকা পাংচার হয়ে যায়। ফলে, সেটি আবদুল ওয়াহিদের গাড়ীসহ অন্য গাড়ীগুলোর উপর কাত হয়ে পড়ে যায়। এতে লরী চাপায় ঘটনাস্থলেই আবদুল ওয়াহিদ ও তার কফিলের মেয়ে মারা যান।

আবদুল আজিজ আরো জানান, সর্বশেষ দু’বছর পূর্বে দেশে ছুটিতে এসেছিলেন তার মেজোভাই আবদুল ওয়াহিদ। তার ৯ বছর ও দেড় বছর বয়সী দুই ছেলে রয়েছে। ছোট ছেলেকে কাছে থেকে দেখা হয়নি বলেই দেশে ফিরতে উদগ্রীব ছিলেন তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads