• মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪২৮
গাছের সাথে এ কেমন শত্রুতা!

ফাইল ছবি

সারা দেশ

গাছের সাথে এ কেমন শত্রুতা!

  • আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • প্রকাশিত ২৬ অক্টোবর ২০২০

পরিবারে আর্থিক স্বচ্ছলতা আনতে ধার দেন করে দেশীয় পদ্ধতিতে লাউ আবাদ করেছিলেন কৃষক মো. আব্দুল রহমান। বাড়ি সংলগ্ন প্রায় ২২শতক জায়গায় প্রায় ১শটি লাউ গাছের চারা তিনি লাগিয়েছেন।গাছ গুলোতে ফলন আসতে শুরু করেছিল। অনেক স্বপ্ন নিয়ে প্রতিনিয়ত লাউ গাছের পরিচর্যা করছেন তিনি। বুক ভরা আশা নিয়ে বসে আছেন আর মাত্র ৭-৮ দিনের মধ্যে লাউ বিক্রি করবেন। ইতোমধ্যে তার সব কিছু তছনছ হয়ে যায়। রাতের আধারে দুর্বৃত্তরা তার সব ফলন্ত লাউ গাছ কেটে দিয়েছে। রোববার গভীর রাতে উপজেলার মোগড়া ইউনিয়নের টানুয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এতে ওই কৃষকের প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। কৃষক আব্দুর রহমান ওই গ্রামের মৃত আলী আহমদের ছেলে।

জানা যায়, টানুয়াপাড়া গ্রামে প্রায় ২২শতক জায়গায় প্রায় ১০০টি লাউ গাছের চারা লাগিয়েছেন আব্দুর রহমান নামে এক দরিদ্র কৃষক। এতে তার খরচ হয় প্রায় ৫০ হাজার টাকার উপর। ইতোমধ্যে ওইসব লাউ গাছে ফলন আসতে শুরু করেছে। রাতের আধারে কে বা কাহারা তার ফলন্ত সব লাউ গাছগুলো কেটে দেয়। আব্দুর রহমান বলেন রোববার বিকালে পরিবারের এক সদস্য হঠাৎ অসুস্থ হলে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। সেখানে সারা রাত তার থাকতে হয়। সোমবার সকালে খবর পায় তার লাউ গাছ সব কেটে দিয়েছে। খবর শুনে সেখানে গিয়ে তিনি দেখতে পান লাউ গাছগুলো সব কাটা পড়ে আছে। তিনি আরো বলেন অনেক ধার দেনা করে লাউ আবাদ করেছিলান। এঘটনায় প্রায় দেড় লাখ টাকার উপর ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানায়। তিনি বলেন আমি নি:স্ব হয়ে গেছি। এখন কি ভাবে ধার দেনা পরিশোধ করব ভেবে পাচ্ছি না। দুচোখে এখন অন্ধকার দেখছি।

উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. বিল্লাল হোসেন বলেন, এ ঘটনায় খোঁজ খবর নেওয়া হচ্ছে। কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকের সার্বিক সহায়তা দেওয়া হবে বলে জানায়।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ ওসি রসুল আহমদ নিজামী বলেন, এ ঘটনায় এখন পযর্ন্ত থানায় কেউ অভিযোগ দায়ের করেন নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads