• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চার চিকিৎসক এক দশক ধরে অনুপস্থিত

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চার চিকিৎসক এক দশক ধরে অনুপস্থিত

  • জাহাঙ্গীর আলম, চাটমোহর (পাবনা)
  • প্রকাশিত ২৭ অক্টোবর ২০২০

পাবনার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারদের তালিকায় এখনও শোভা পাচ্ছে চাকরীবিধি অমান্য করে প্রায় এক দশক ধরে অনুপস্থিত চার চিকিৎসকের নাম। সময়ের পরিক্রমায় প্রায় এক দশক পেরিয়ে গেলেও কোন সুরাহা হয়নি এখনো। তবে একজন আমেরিকা ও একজন ভারতে স্থায়ীভাবে বসবাস করছেন। কিন্তু অপর দু’জনের হদিস কেউ দিতে পারেনি।

চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৪ চিকিৎসক কোনো ধরণের অনুমতি ছাড়াই দীর্ঘ এই সময় ধরে কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত রয়েছেন। তারা এখন কোথায় আছেন, কী করছেন সুনির্দিষ্ট কোনো তথ্য নেই কারো কাছে? এতো বছর পার হয়ে গেলেও চাকরীবিধি অমান্য করা ওই চার চিকিৎসকের কোনো হদিস নেই! তবে তাদের বিরুদ্ধে শুধুমাত্র বিভাগীয় মামলা দায়ের করেই দায় সেরেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

হাসপাতাল সূত্রে জানা যায়, সহকারী সার্জন (ইএমও) ডা. অরুন্ধুতী কুন্ডু ২০১২ সালের ১৩ আগস্ট থেকে, সহকারী সার্জন (প্যাথলজি) ডা. গুলে তাজকীয়া ২০১১ সালের ১ জুন থেকে, বিলচলন ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক সহকারী সার্জন ডা. আরিফা সুলতানা ২০১০ সালের ৬ সেপ্টেম্বর থেকে এবং শীতলাই উপ-স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. রাশেদুল হক খান ২০১০ সালের ৩ সেপ্টেম্বর থেকে কর্মস্থলে কোনো ছুটি ছাড়াই অনুপস্থিত রয়েছেন। বার বার তাদের ঠিকানায় অনুপস্থিতির কারণ জানতে চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চিঠি দিলেও কোনো উত্তর পাওয়া যায়নি। পরে সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে।

এদিকে চাটমোহর স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারদের তালিকায় এখনও শোভা পাচ্ছে চাকরীবিধি অমান্য করা ওই চার চিকিৎসকের নাম। বাস্তবে তারা কোথায় আছেন সে সংবাদও তাদের সহকর্মীরা জানেন না। তবে হাসপাতাল সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ওই চার জন চিকিৎসকের সবাই দেশের বাইরে আছেন। এদের মধ্যে ডা. রাশেদুল হক স্বপরিবারে আমেরিকায় এবং ডা. অরুন্ধুতী কুন্ডু পরিবারের সাথে ভারতে অবস্থান করছেন। তবে অন্য দু’জন কোন দেশে অবস্থান করছে সেটা জানা যায়নি।
এ বিষয়ে চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আবদুল হামিদ মাস্টার বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এর একটা সুরাহা হওয়া দরকার। আমি অতিসত্তর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে বিষয়টি সুরাহার চেষ্টা করবো। চাটমোহর উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডা. ওমর ফারুক বুলবুল বলেন, আমি সদ্য এ উপজেলায় যোগদান করেছি। চার চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা চলমান রয়েছে বলে জেনেছি। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেয়া হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads