• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯

সারা দেশ

১৫ বছরেও চালু হয়নি উপজেলা পোস্ট অফিস, নেই নিজস্ব পোস্টাল কোড

কুমিল্লার ডাক বিভাগ চলছে চাঁদপুরের পোস্টাল কোডে!

  • কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত ২৭ অক্টোবর ২০২০

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা প্রতিষ্ঠার ১৫ বছর পার হলেও ডাক বিভাগের ভাগ্যে এখনও জুটেনি একটি নিজস্ব পোস্টাল কোড। গত ১৫ বছর ধরে কুমিল্লার এই উপজেলাটির ডাক বিভাগের কার্যক্রম চলছে চাঁদপুর জেলার পোস্ট কোডে। এছাড়া মনোহরগঞ্জে এখনও কার্যক্রম শুরু হয়নি উপজেলা পোস্ট অফিসের। ফলে একটি শাখা অফিস থেকেই নামমাত্র পরিচালিত হচ্ছে এ উপজেলার ডাক বিভাগের কার্যক্রম।

এদিকে, গত প্রায় ৭ বছর আগে উপজেলা সদরে ডাক বিভাগ একটি ভবন নির্মাণ করলেও এখনও কোন প্রকার জনবল নিয়োগ দেয়নি। শাখা অফিসের মাত্র ৩ জন পিয়ন ও পোস্টাল বিলিকারক দিয়েই চলছে এ উপজেলার লক্ষ মানুষের সেবা। এতে সঠিক সেবা না পেয়ে ভোগান্তির কারনে ডাক বিভাগ থেকে সাধারণ মানুষ বিমুখ হওয়ায় সরকার হারাচ্ছে বিপুল পরিমান রাজস্বও।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০০৫ সালের ৫ ফেব্রুয়ারী জেলার লাকসাম উপজেলার ১১টি ইউনিয়ন নিয়ে প্রশাসনিক কার্যক্রম শুরু করে মনোহরগঞ্জ উপজেলা। এ উপজেলার মধ্যে ১৬টি পোস্ট অফিস রয়েছে। ক্ষমতা বিকেন্দ্রিকরণের নামে উপজেলা সদরের মনোহরগঞ্জ বাজার, নরহরিপুর বাজার, হাসনাবাদ বাজার, বাইশগাঁও বাজার, দাদঘর বাজার, নোয়াগাঁও, পোমগাঁও বাজার, কাশিপুর বাজার ও আমতলী বাজার নামে এ ৯টি পোস্ট অফিস গত ১৫ বছরের বেশি সময় ধরে চাঁদপুর জেলার শাহরাস্তির চিতোষী সাব-পোস্ট অফিসের অধীনে রয়েছে। যার পোষ্ট কোড নং- ৩৬২৩। অন্যদিকে, উপজেলার লাল চাঁদপুর, ইকবালনগর, লক্ষণপুর বাজার, নাথেরপেটুয়া বাজার, বিপুলাসার বাজার ও ভোগই নামে ৭টি পোস্ট অফিস লাকসাম উপজেলার অধীনে রয়েছে। যার পোস্ট কোড নং- ৩৫৭০।

শাহাদাত হোসেন, সাথী আক্তার, সুমন মিয়াসহ উপজেলার বেশ কয়েকজন বাসিন্দা জানান, উপজেলার ১৬টি পোস্ট অফিসের কার্যক্রম চাঁদপুর জেলা ও লাকসাম ডাক বিভাগের নিয়ন্ত্রণে থাকায় এ উপজেলার জরুরী চিঠিপত্র, ব্যাংক ড্রাফটসহ সরকারি বে-সরকারি ডাক বিলি-বন্টনে গ্রাহকের কাছে পৌঁছতে অনেক সময় ৭/১০ দিন পর্যন্ত সময় লেগে যায়। আবার অনেক চাকুরী প্রার্থীর প্রয়োজনীয় কাগজপত্র হাত পৌঁছে পরীক্ষার ২/৩ দিন পর।

স্থানীয় ডাক বিভাগের কর্মচারী জানান, মনোহগঞ্জের ১৬টি পোস্ট অফিস দু’জেলার রশি টানাটানিতে নাজেহাল হয়ে পড়েছে। এ উপজেলায় মারাত্মক জনবল সংকট, পরিবহন ব্যয় বেশি, কোন অফিসে মূল্যবান কাগজপত্র রাখার সরঞ্জাম নেই এবং অনেক পোস্ট অফিসে পোস্ট মাস্টার ছাড়া কোন কর্মচারী নেই। বিশেষ করে বিলিকারক, পোস্টম্যান, রানার, পেকারসহ অন্যান্য পদে কোন কর্মচারী না থাকায় ১৬টি পোস্ট অফিসে পোস্টাল কার্যক্রম মারাত্মক সমস্যার মধ্য দিয়ে পরিচালিত হচ্ছে।
মনোহরঞ্জ শাখা পোস্ট অফিসের পোস্টাল বিলিকারক মোবারক হোসেন জানান, উপজেলা পোস্ট অফিসের কার্যক্রম এখনো চালু হয়নি। আর উপজেলার নিজস্ব পোস্ট কোড না থাকায় সাধারণ মানুষের সাথে আমরাও হয়রানি শিকার হচ্ছি। সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের কোন অফিসেই পর্যাপ্ত জনবল নেই। একটি উপজেলার পোষ্ট অফিসে ১ জন পোস্ট মাষ্টার, ২ জন পোস্টম্যান, ২ জন রানার, ১ জন পেকার, ১ জন কেরানী, ১ জন ঝাড়–দার ও ১ জন নৈশপ্রহরী থাকার কথা। কিন্তু এ উপজেলা ডাক বিভাগ একটি ভবন করলেও এখনও কোন লোকবল নিয়োগ দেয়নি। যার ফলে আমাদেরকে জোড়াতালি দিয়ে উপজেলার কার্যক্রম চালাতে হচ্ছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে কুমিল্লা জেলা ডেপুটি পোস্ট মাষ্টার জেনারেল মো.মনজুরুল আলম বলেন, ইতিমধ্যে মনোহরগঞ্জ উপজেলা পোস্ট অফিস প্রশাসনিক অনুমোদন পেয়েছে। তবে এখনো কোন পদ সৃষ্টি হয়নি। আমরা পদ সৃষ্টি করে লোকবল নিয়োগের জন্য কর্তৃপক্ষকে জানিয়েছি। আর উপজেলা পোস্ট অফিসটি দ্রুত সময়ের মধ্যে চালু করার জন্য সীলমোহরের জন্য আবেদন করা হয়েছে। সীলমোহর পেলেই শাখা অফিসের লোক দিয়ে এখন উপজেলার কার্যক্রম শুরু হবে। আর উপজেলা পোস্ট অফিস চালু হলে পর্যায়ক্রমে নিজস্ব পোস্টাল কোডও পাবে মনোহরগঞ্জ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads