• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
সরকারি চাল পাচারের সময় ৯৯৯ এ ফোন

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

সরকারি চাল পাচারের সময় ৯৯৯ এ ফোন

  • কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২৮ অক্টোবর ২০২০

মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়ন পরিষদ থেকে খাদ্য অধিদপ্তরের ২০৮ কেজি (৭ বস্তা) ভিজিডির সরকারি চাল পাচারের সময় ৯৯৯ এ ফোন দিয়ে ধরিয়ে দিয়েছে জনতা। দক্ষিণ ক্রোকির চর গ্রামে মঙ্গলবার সকালে এঘটনা ঘটে। পুলিশ চাল উদ্ধার করে নিয়ে আসলেও এর সাথে জড়িতদের এখনো আটক করতে পারেনি। তবে এ বিষয়ে পুলিশ বাদী হয়ে ২জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

জানা গেছে, সাহেবরামপুর ইউপি’র দায়িত্বরত দফাদার(গ্রাম পুলিশ) আকতার হাওলাদারের মাধ্যমে বস্তা ভর্তি চাল ভ্যানযোগে দক্ষিণ ক্রোকিরচর গ্রামে বরকত হাওলাদারকে তার নিজ বাড়িতে পাচার করতে দেখে সরকারী সেবার হট লাইন ফোন নাম্বার ৯৯৯ এ ফোন করে তথ্য দেয় স্থানীয় জনতা। আর তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে কালকিনি থানা পুলিশ পাচারকৃত চাল জব্দ করে। এসময় দফাদার উত্তর সাহেবরামপুর গ্রামের নেছার হাওলাদারের ছেলে আকতার হাওলাদার(৩৫) ও দক্ষিণ ক্রোকিরচর গ্রামের আফজাল হাওলাদারের ছেলে বরকত হাওলাদার(৩৫) পালিয়ে যায়। তবে তাদের বিরুদ্ধে কালকিনি থানার দায়িত্বপ্রাপ্ত এস.আই আঃ মাজেদ আলী মন্ডল বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। অপরদিকে ইউনিয়ন পরিষদের স্টক ঠিক দেখানো হয়েছে। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে যদি ইউনিয়ন পরিষদের স্টক ঠিক থাকে তবে জব্দকৃত চাল যাদের পাওয়ার কথা তাদের দেয়া হয়নি। শুধু কাগজ পত্র সঠিক দেখানো হচ্ছে। এ নিয়ে বিষয়ে তদন্তের দাবী জানিয়েছে এলাকাবাসী।

এ ব্যাপারে কালকিনি থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা বলেন ‘ খবর পেয়ে পুলিশ চাল জব্দ করেছে। মামলা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।’

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads