• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯

সারা দেশ

হাজীগঞ্জে অয়েল ফ্রি ফুড রেস্টুরেন্টের যাত্রা শুরু

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ অক্টোবর ২০২০

চাঁদপুরের হাজীগঞ্জে  তেলবিহীন খাবার হোটেল (অয়েল ফ্রি ফুড রেস্টুরেন্ট) নামে একটি আধুনিক মানের খাবার হোটেল উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার সকালে হাজীগঞ্জ টাওয়ারের দ্বিতীয় তলায় অয়েল ফ্রি ফুড রেস্টুরেন্ট নামের হোটেলটি উদ্বোধন করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহমাদ আলী ওয়াক্ফ এস্টেটের (ভারপ্রাপ্ত) মোতাওয়াল্লি প্রিন্স শাকিল আহমেদ।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবদুর রশিদ মজুমদার, আহমাদ আলী ওয়াক্ফ এস্টেটের মোতাওয়াল্লি ও হাজীগঞ্জ মডেল সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ড. মো. আলমগীর কবির পাটওয়ারী, ব্যারিস্টার শাহরিয়ার আহমেদ শাওন, হুমায়ুন আহমেদ পাটওয়ারী প্রমুখ।

হোটেল সম্পর্কে মতামত পেশ করেন হাজীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার, হাজীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, কামরুজ্জামান টুটুল, সাংগঠনিক সম্পাদক মিরাজ মুন্সী প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন এসএম চিশতী ।

সব শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি আবদুর রউফ।

অয়েল ফ্রি ফুড রেস্টুরেন্ট আধুনিকি হাজীগঞ্জে-আরো এক সংযোজন। “খাবেন ভালো থাকবেন ভালো” এ শ্লোগান সামনে রেখে তৈলবিহীন খাবার রেস্টুরেন্টের যাত্রা শুরু হলো।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads