• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
টাঙ্গাইলে মুক্তিযোদ্ধাকে গলাটিপে হত্যার অভিযোগ, আটক ২

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

টাঙ্গাইলে মুক্তিযোদ্ধাকে গলাটিপে হত্যার অভিযোগ, আটক ২

  • সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ৩১ অক্টোবর ২০২০

টাঙ্গাইলের বাসাইলে মাছ ধরার ঘটনাকে কেন্দ্র করে গ্রাম্য সালিশে আব্দুল লতিফ খান (৭১) নামের এক বীর মুক্তিযোদ্ধাকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার হাবলা ইউনিয়নের মটরা গ্রামের খানপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খান ওই এলাকার মৃত নওজেশ আলী খানের ছেলে।

এ ঘটনায় শনিবার বিকেলে নিহতের ছেলে হাবিবুর রহমান বাদী হয়ে বাসাইল থানায় ১১ জনকে আসামি করে হত্যা মামলা করেছেন। পুলিশ দুইজনকে আটক করেছে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সম্প্রতি পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধা লতিফ খান ও প্রতিবেশী আবু খানের পরিবারের সঙ্গে বাকবিতন্ডা হয়। শুক্রবার বিকেলে এ ঘটনা মীমাংসার জন্যে স্থানীয় ইউপি সদস্য শাহজাহান খান তার বাড়িতে আবু খান এবং মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খানের পরিবারের সদস্যদের একত্র করে শালিসের আয়োজন করেন। শালিসে প্রথম পক্ষ আবু খান তাদের কথা উপস্থাপন শেষে বৃদ্ধ মুক্তিযোদ্ধা লতিফ খান প্রকৃতির ডাকে শালিশ ঘরের বাইরে যান। লতিফ খান বাইরে গিয়ে আবু খান এবং তার ছেলেদের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন। এসময় বৃদ্ধ মুক্তিযোদ্ধাকে কিল ঘুষি দিয়ে মাটিতে ফেলে গলাটিপে ধরা হয় বলে জানান বৃদ্ধ মুক্তিযোদ্ধার ছোটভাই করিম খান। বাহিরে চিৎকার শুনে করিম খানসহ অন্যরা লতিফ খানকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাবলা ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য শাহজাহান খান বলেন, সামান্য ঘটনাকে কেন্দ্র করে দুইপক্ষ উত্তেজিত হয়ে পড়লে উভয়পক্ষকে নিয়ে সালিশ বসা হয়। সালিশের এক পর্যায়ে ঘরের বাইরে গিয়ে দুই পক্ষের মাঝে উত্তেজনা সৃষ্টি হয় এবং তারা সংঘর্ষে জড়ায়। ওই মুক্তিযোদ্ধা বেশি আহত হলে তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয়।

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ মুঠোফোনে বাংলাদেশের খবরকে বলেন, বীর মুক্তিযোদ্ধা মৃত্যুর ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য লিটন (৪০) এবং উজ্জল (৩৮) নামের দুইজন আটক করা হয়েছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads