• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
নবী মুহাম্মদ (সা:) কে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে ভূঞাপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

নবী মুহাম্মদ (সা:) কে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে ভূঞাপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

  • ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ৩১ অক্টোবর ২০২০

ফ্রান্সে মুসলমানদের প্রাণের স্পন্দন, প্রিয় নবী হয়রত মুহাম্মদ (সা:) কে কটূক্তি করায় টাঙ্গাইলের ভূঞাপুরে কওমী ওলামা ও ইমাম পরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার জোহরের নামাজের পর ভূঞাপুর কেন্দ্রিয় জামে মসজিদ এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। এ সময় বিক্ষুদ্ধ জনতা ফ্রান্স বিরোধী বিভিন্ন শ্লোগান দেয়। তারা ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর কুশপুতুল প্রতিকী নিয়ে মিছিল করেন।

এ সময় তারা ফ্রান্সের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার দাবি জানান। হাজারো মুসল্লির উপস্থিতিতে ভূঞাপুর উমাম ও কওমী ওলামা পরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিলটি ভূঞাপুর শহর প্রদক্ষিণ করে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে নেতৃত্ব দেন ভূঞাপুরের উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা মুহাম্মদ শহিদুল ইসলাম ও উপজেলা কওমী ওলামা পরিষদের সভাপতি মাওলানা মুহাম্মদ মাহফুজুর রহমান। এছাড়াও আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তার, তারিকুল ইসলাম চঞ্চলসহ ইসলামী রাজনৈতিকরা বক্তব্য দেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads