• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
সরকারি কর্মচারিকে মারধর: বাউফলে ইউপি চেয়ারম্যানের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

সরকারি কর্মচারিকে মারধর: বাউফলে ইউপি চেয়ারম্যানের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

  • বাউফল প্রতিনিধি
  • প্রকাশিত ০১ নভেম্বর ২০২০

পটুয়াখালীর বাউফল উপজেলা কৃষি সম্প্রসরণ অধিদপ্তরের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আনছার উদ্দিন মোল্লার ওপর হামলাকারী কনকদিয়া ইউপির চেয়ারম্যান শাহিন হাওলাদারকে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

আজ রোববার সকাল ১১টার দিকে উপজেলা চত্বরের ইউএনও কার্যালয়ের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এ সময় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল ইসলাম, বাংলাদেশ ডিপ্লোমা কৃষিবিদ এসোসিয়েশনের সভাপতি ধীরেন্দ্র ঘরামী, সহ-সম্পাদক রফিকুল ইসলাম প্রমূখ বক্তৃতা করেন। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে হামলাকারী ইউপি চেয়ারম্যান শাহিন হাওলাদারকে গ্রেফতার ও তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়েছে।

উল্লেখ, গত ২৯ অক্টোবর সন্ধ্যায় কনকদিয়া বাজারের একটি দোকানে ডেকে নিয়ে কনকদিয়া ইউপির চেয়ারম্যান শাহিন হাওলাদার উপজেলা কৃষি সম্প্রসরণ অধিদপ্তরের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আনছার উদ্দিন মোল্লাকে মারধর করেন। ওই ঘটনায় থানায় মামলা করা হয় চেয়ারম্যান শাহিন হাওলাদারের বিরুদ্ধে মামলা হয়। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads