• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
কাউখালীতে নেশাগ্রস্ত ছেলেকে আইনের হাতে তুলে দিলেন মা 

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কাউখালীতে নেশাগ্রস্ত ছেলেকে আইনের হাতে তুলে দিলেন মা 

  • কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২১ নভেম্বর ২০২০

কাউখালীতে নেশাগ্রস্থ ছেলেকে আইনের হাতে হাতে তুলে দিলেন মা। ভ্রাম্যমান আদালত এক বছরের বিনাশ্রম জেল দিয়ে জেল হাজতে প্রেরণ করেন।

জানা যায়, উপজেলার নিলতী গ্রামের শাহজাহান হাওলাদারের ছেলে চাঁন হাওলাদার (২২) নেশাগ্রস্থ হয়ে পড়লে পিতা মাতাকে নির্যাতন করত। এক পর্যায় মা নির্যাতন সহ্য করতে না পেরে আজ শনিবার  সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. খালেদা খাতুন রেখার বাসায় এসে কান্নাকাটি করেন নেশাগ্রস্ত ছেলের নির্যাতনের হাত থেকে বাচার জন্য।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাৎক্ষনিকভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) জান্নাত আরা তিথী ও  কাউখালী থানার সাব-ইন্সপেক্টর মোঃ সরোয়ার হোসেনসহ পুলিশ অভিযান করে তাকে গ্রেপ্তার করে এবং ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এক বছরের বিনাশ্রম জেল প্রদান করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads