• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
কালুখালীতে ২০৭০ জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

কালুখালীতে ২০৭০ জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

  • কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ নভেম্বর ২০২০

রাজবাড়ীর কালুখালীতে উপজেলার ৭টি ইউনিয়নের ২০৭০ জন বন্যায় ক্ষতিগ্রস্থ ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে এক আলোচনা সভা শেষে কৃষি প্রনোদনা কর্মসূচী ২০২০-২১ এর আওতায় বন্যায় ক্ষতিগ্রস্থ ও প্রান্তিক কৃষকের মাঝে পেঁয়াজ, গম, হাইব্রিড ভুট্টা, সরিষা, শীতকালীন মুগ, হাইব্রিড বোরো ধান বীজ এবং ডিএপি ও এমওপি সার পরিমাণমত বিভিন্ন ক্যাটাগরিতে বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ্ আল মামুন এর সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী (টিটো) অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য খায়রুল ইসলাম খায়ের, সহকারী কমিশনার (ভূমি) শেখ নুরুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ এনায়েত হোসেন, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মাছিদুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুজিত কুমার নন্দী সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads