• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
সখীপুরে চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা

প্রতীকী ছবি

সারা দেশ

সখীপুরে চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা

  • সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ নভেম্বর ২০২০

টাঙ্গাইলের সখীপুরে চিরকুট লিখে মোহনা আক্তার (১৬) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে। রোববার রাতে পৌরসভার ৭ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ওই গৃহবধূ লালমনিরহাটের জসিম উদ্দিনের স্ত্রী। মৃত্যুর আগে ছোট চিরকুটে তিনি লিখেন, "আমার বাঁচার কোন ইচ্ছা নাই। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। আমাকে সবাই মাফ করে দিও।"

পুলিশ জানায়, মোহনা আক্তার তার মা ও স্বামী জসিম উদ্দিনকে নিয়ে সখীপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের ভাড়া বাসায় থাকত। রোববার সন্ধ্যায় মোহনাকে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখে তার মা তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ সংবাদ পেয়ে লাশ থানায় নিয়ে আসে। এ ঘটনায় অপমৃত্যু মামলা নিয়েছে পুলিশ। ওই গৃহবধূর বাবার বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলায়। তার বাবার নাম বাবুল মিয়া।

সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমির হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads