• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
মুকসুদপরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  দু'পক্ষের সংঘর্ষে নিহত ১,  আহত  ২০

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

মুকসুদপরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  দু'পক্ষের সংঘর্ষে নিহত ১,  আহত  ২০

  • গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ নভেম্বর ২০২০

গোপালগঞ্জের মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের এক রক্তক্ষয়ী সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ২০ জন।

মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া জানান, সোমবার সকাল ৮টার দিকে মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের শ্রীযুতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

প্রতিপক্ষের হাতে গুরুতর আহত কালাম শেখকে (২৫) রাজৈর হাসপাতালে নেয়ার পথে মারা যায়। নিহত কালাম শেখ রাঘদী গ্রামের মৃত জলিল শেখের ছেলে। আহতদের রাজৈর ও ফরিদপুর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

রাঘদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক সাহিদুর রহমান টুটুল জানান, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর থেকে দীর্ঘদিন ধরে আলমঙ্গীর চেয়ারম্যান ও তার সন্ত্রাসী বাহিনী তার এবং তাদেরর নেতাকর্মী সমর্থকদের হামলা মামলা করে আসছিল। মঙ্গলবার রাতে একটি ভিত্তিহীন অভিযোগে আমাদের মহসিন নামে এক কর্মীকে পুলিশে ধরে নিয়ে যায়। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ মহসিনকে ছেড়েও দেয়। পুলিশ মহসিনকে ছেড়ে দিলে আলমঙ্গীর চেয়ারম্যানের নির্দেশে তার বাহিনী আমার গ্রুপের উপর সকালে অতর্কিত হামলা চালায়। এতে আমার পক্ষের ১৫ জনের বেশী আহত হয়। এরা সবাই পার্শ্ববর্তী রাজৈর হাসপাতালে এবং গুরুতর জখম ৭ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপালে ভর্তি আছে। 

পুলিশ ও এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে রাঘদী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলমগীর হোসেন ও সাবেক  চেয়ারম্যান সাহিদুর রহমান টুটুলের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সোমবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হয়। গুরুতর আহত কালাম শেখকে (২৫) রাজৈর হাসপাতালে নেয়ার পথে মারা যায় এবং আহতদের মধ্যে মুমূর্ষু ৬ জনকে রাজৈর হাসপাতালে ভর্তির পর উন্নত চিকিৎসার জন্য কালাই ফকির (৪৫), আয়ুব আলী (৬০), মজিবর ফকির (৬০) রাজা মোল্যা (৪৫) সুজন মোল্যা (৩৫), দেলোয়ার মোল্যা (৫০) মামুন মাতুব্বর (২৫) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকায়  চরম উত্তেজনা বিরাজ করছে।

মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাড়ির ইনচার্জ আবুল বাশার জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে উত্তেজনা নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads