• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
কলমাকান্দার মঙ্গলেশ্বরী নদীর উপর সেতু নির্মাণ কাজের উদ্বোধন

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

কলমাকান্দার মঙ্গলেশ্বরী নদীর উপর সেতু নির্মাণ কাজের উদ্বোধন

  • কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ২৩ নভেম্বর ২০২০

নেত্রকোণার কলমাকান্দায় মঙ্গলেশ্বরী নদীর উপর সেতু নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার (২৩ নভেম্বর) দুপুরে নির্মাণ কাজের উদ্বোধন করেন খারনৈ ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মো. ওবায়দুল হক।
 
সংশ্লিষ্ট সূত্র জানায়, এলজিএসপি-৩ প্রকল্পের সহযোগিতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রায় ৯ লক্ষ ৬০ হাজার টাকা ব্যয়ে খারনৈ ইউনিয়ন পরিষদ মঙ্গলেশ্বরী নদীর উপর এ পাঁকা সেতুটি নির্মাণ করছে।

উদ্বোধনের পূর্বে বামনগাঁও বৈঠাখালী নামক স্থানে আয়োজিত অনুষ্ঠানে ওই এলাকার যুবক রতন আকুঞ্জির উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, খারনৈ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আক্কাস আলী, স্থানীয় ইউপি সদস্য মোঃ আব্দুস সামাদ, মো. আলমাস মিয়া, সাইফুল ইসলাম সুলতান, বীর মুক্তিযোদ্ধার সন্তান মোস্তাক আহমেদ পলাশসহ প্রমুখ।

স্থানীয়রা জানান, উপজেলার প্রত্যন্ত অঞ্চলে রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট নির্মাণ হলেও বামনগাঁও বৈঠাখালী গ্রামের মঙ্গলেশ্বরী নদীর উপর দীর্ঘদিনেও কোনও সেতু নির্মাণ হয়নি। একটি সেতুর অভাবে ৮/১০ টি গ্রামের প্রায় ১২  হাজার মানুষ পানিতে ভিজে ১-৩ কিলোমিটার ঘুরে বিকল্প পথে ওই নদী  পার হয়ে এক গ্রাম থেকে আরেক গ্রামে যাতায়াত করে আসছিল। সেতু না থাকায় স্কুল-কলেজ ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের আসা-যাওয়া, হাট-বাজারে যাতায়াতসহ নানা কাজে জনসাধারণ দুর্ভোগ পোহাচ্ছিল।

অবশেষে ইউপির চেয়ারম্যান মো.  ওবায়দুল হকের উদ্যোগে পরিষদের সদস্যদের আন্তরিক  সহযোগিতায় এলজিএসপি-৩ প্রকল্পের অর্থায়নে ওই নদীর ওপর পাঁকা সেতু নির্মাণ কাজ শুরু করা হয়। ইউনিয়নের শ্রীপুর, বিশ্বনাথপুর, বৈঠাখালি, কাইতাপুর, নোয়াপাড়া, বামনগাও, বিশ্বনাথপুর, সেনপাড়াসহ সেতু না থাকায় ওই ৮/১০ টি গ্রামের রোগীদেরও খুব দুর্ভোগ পোহাতে হয়েছে। এখন সেতু হওয়ায় গ্রামবাসীর দুর্ভোগ লাঘব হবে।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads