• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
শ্বশুর বাড়ির লোকজনকে ফাঁসাতে নিজের গায়ে এসিড মাখলেন স্বামী

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

শ্বশুর বাড়ির লোকজনকে ফাঁসাতে নিজের গায়ে এসিড মাখলেন স্বামী

  • ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২৪ নভেম্বর ২০২০

দিনাজপুরের ঘোড়াঘাটে শ্বশুর বাড়ির লোকজন এবং নিজের স্ত্রীকে ফাঁসাতে নিজের শরীরে নিজেই এসিড মেখে ঝলসিত করার ঘটনা ঘটেছে।

জানা যায়, দীর্ঘ ১১ মাস যাবত বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার চেচিবাড়ি গ্রামের বাসুদেব কর্মকারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সংসার করে আসছিলেন দিনাজপুরের ঘোড়াঘাট পৌর এলাকার প্রভাত কর্মকারের মেয়ে প্রতিমা রানী কর্মকার (২৮)। কিন্তু তার স্বামী কারণে অকারণে প্রতিমার রানীর উপর নির্যাতন চালাতো। এছাড়া গভীর রাত পর্যন্ত বাড়িতে লোকজন নিয়ে এসে গাঁজা সেবন করত তার স্বামী। এসব সইতে পেরে ঘোড়াঘাট উপজেলার গোসালা এলাকায় বাড়ি ভাড়া নিয়ে বসবাস করা শুরু করে সে। কিন্তু ঠিক মত অর্থ উপার্জন না করে সারা দিন ঘুরে বেড়ায় তার স্বামী। এসব নিয়ে ভাড়া বাড়িতেও ঝগড়া ঝাটি ও নির্যাতন চালায় তার স্বামী। স্বামীর নির্যাতন সইতে না পেরে গত ৩ খেকে ৪ মাস আগে রাতের আধারে পালিয়ে বাবার বাড়িতে চলে আসে প্রতিমা রানী কর্মকার। এর কয়েকদিন পরে গত বুধবার (১৮ নভেম্বর) শশুর বাড়ির সামনে এসে নিজের শরীরে নিজেই এসিড মেখে ঝলসে নিয়ে থানায় গিয়ে নিজ স্ত্রী, শ্বশুর, শাশুড়ি ও শ্যালকদের বিরুদ্ধে অভিযোগ দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয় স্বামী বাসুদেব কর্মকার।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানায়, গত বুধবার সকালে উপজেলার নয়াপাড়া গ্রামে শ্বশুর বাড়ির সামনে চায়ের দোকানে বসে চা ও পান খায় বাসুদেব কর্মকার। এর কিছু সময় পর শশুর বাড়ির পাশে প্রতিবেশী এক মহিলার মাধ্যমে তার স্ত্রী প্রতিমাকে দেখা করার জন্য ডেকে পাঠায় সে। কিন্তু প্রতিমা তাতে অস্বীকৃতি জানায়। এর কিছু সময় পর প্রতিবেশী ওই বাড়ির টয়লেটে টয়লেট করতে ঢোকে সে। টয়লেট থেকে বের হয়ে ‘বাঁচাও! বাঁচাও! আমাকে এসিড মেরেছে’ বলে চিৎকার করে থানায় দিকে দৌঁড়াতে থাকে বাসুদেব। পরে স্থানীয় লোকজন তাকে থামিয়ে জিজ্ঞেস করে কে তোমাকে এসিড মেরেছে? কিন্তু সে কোন উত্তর না দিয়ে সরাসরি থানায় চলে যায়।

প্রতিমা রানীর স্বামী বাসুদেব কর্মকার জানান, তার শ্বশুর বাড়ির লোকজন তাকে জাপটে ধরে হাতে পলিথিন বেঁধে, বোতল থেকে এসিড ঢেলে তার শরীরের বিভিন্ন অংশে মাখিয়ে দেয়। পরে যন্ত্রনা সইতে না পেরে সে চিৎকার করে এবং দৌঁড়ে থানার দিকে যায়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুর নেওয়াজ আহম্মেদ বলেন, বাসুদেব কর্মকারকে গতকাল সোমবার হাসপাতাল থেকে রিলিজ করে দেওয়া হয়েছে। সে এখন সুস্থ। তার শরীরের ২৫ ভাগ অংশে এসিড অথবা কেমিক্যাল নিক্ষেপের ফলে ক্ষত হয়েছিল।

হাতে পলিথিন বেঁধে এসিড মাখিয়ে দেওয়া প্রসঙ্গে এই চিকিৎসক আরো বলেন, এসিড, কেমিক্যাল বা কোন দাহ্য পদার্থ হাতে পলিথিন বেঁধে কাউকে মাখিয়ে দেওয়া যায় না। কোন পাত্র অথবা সিরিঞ্জ ব্যবহার করে এই জাতীয় পদার্থ নিক্ষেপ করে।

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ঘোড়াঘাট থানার উপ-পরিদর্শক জিয়াউর রহমান বলেন, এসিড দিয়ে শরীর ঝলসানো অবস্থায় বাসুদেব কর্মকার থানায় এসে শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করে। অভিযোগ দাখিলের পর পরেই আমরা বাদী, বিবাদী এবং প্রত্যক্ষদর্শীদের কাছে থেকে পুরো ঘটনা শুনেছি এবং ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চালাচ্ছি। মাঠ পর্যায়ে পূর্ণ তদন্ত শেষে আমরা ঘটনার প্রতিবেদন দাখিল করব।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads