• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮

সারা দেশ

কালিয়াকৈরে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি

  • কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ৩০ নভেম্বর ২০২০

বেতন বৈষম্য নিরশনের দাবিতে দেশব্যাপী স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসুচীর অংশ হিসেবে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দাবি বাস্তবায়ন পরিষদ কালিয়াকৈর উপজেলা শাখার নেতাকর্মীরা সকালে এ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন।

এসময় নিয়োগবিধি সংশোধনসহ ক্রমানুসারে স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের বেতন গ্রেড ১৬তম থেকে যথাক্রমে ১১,১২ ও ১৩ তস গ্রেডে উন্নীত করার দাবি জানান তারা।

সংগঠনের নেতা মো: মমিনুর রহমান বলেন, আমরা দিন-রাত জীবনবাজি রেখে কাজ করে যাচ্ছি। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন হাম ও রুবেলা ক্যাম্পেইন বাস্তবায়ন আমরাই করি। মহামারীসহ সকল প্রাকৃতিক দুর্যোগে আমাদের ভূমিকা সবার আগে। আমাদের দাবি নিয়ে দীর্ঘ সময় সরকারের বিভিন্ন মহলে উপস্থাপন করেও আশ্বাস ছাড়া কিছুই মেলেনি।

পূর্বঘোষিত সময় অনুযায়ী ২৬ নভেম্বর থেকে টিকাদানসহ সকল ধরনের কার্যক্রম থেকে কর্মবিরতি করা হচ্ছে বলে জানান উপস্থিত নেতাকর্মীরা। দাবি আদায় না হলে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতী পালন করা হবে বলে জানান তারা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads