• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
নবাবগঞ্জে চাচার বিরুদ্ধে ভাতিজির সংবাদ সম্মেলন

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

নবাবগঞ্জে চাচার বিরুদ্ধে ভাতিজির সংবাদ সম্মেলন

  • নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ০৩ জানুয়ারি ২০২১

দিনাজপুরের নবাবগঞ্জে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে আপন চাচার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভাতিজি।

আজ রোববার বেলা ১১টায় নবাবগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভাতিজি নিশরাত আল জেবিন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমার দাদা মৃত নুরুল ইসলাম গ্রাম জগন্নাথপুর থানা নবাবগঞ্জ জেলা দিনাজপুর। তিনি মুক্তিযুদ্ধ চলাকালে খান সেনাদের হাতে মারা যান। সেই শোকে আমার দাদী মরিয়ম বেওয়া মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। দাদীর প্রায় ৩ একর ২১ শতক জমি আছে। তার মানসিক ভারসাম্যহীনতা ও আমার বাবা রফিকুল ইসলাম বেঁচে না থাকার সুযোগে আমার চাচা মোঃ মাহাবুর আলম ও তার মেয়ে জামাই মেনতাজুর রহমান উল্লেখিত সম্পত্তি অন্যায়ভাবে আত্মসাত করার জন্য বিভিন্ন প্রকার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমরা ২বোন এক ভাই। বাবা না থাকায় আমরা এতিম। আমার চাচা ও তার মেয়ে জামাই বিভিন্ন সময়ে ওই জমি রেজিষ্ট্রি করে নেয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এমতাবস্থায় তাদের অসৎ উদ্দেশ্য যাতে পুরণ করতে না পারে সে বিষয়ে প্রশাসনসহ যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করছি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads