• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
টাঙ্গাইলে নিষিদ্ধ আনসার আল ইসলামের সদস্য আটক

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

টাঙ্গাইলে নিষিদ্ধ আনসার আল ইসলামের সদস্য আটক

  • ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ১৩ জানুয়ারি ২০২১

টাঙ্গাইলের ধনবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত  জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর জঙ্গি সদস্য জাহিদুল ইসলামকে (২২)জিহাদী বইসহ গ্রেপ্তার করেছে এন্টি টেররিজম ইউনিট।

মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ধনবাড়ী উপজেলার দারুল উলুম ধনবাড়ী মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার জাহিদুল ইসলাম কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার দেহুন্দা ইউনিয়নের দেহুন্দা খামার গ্রামের আরিফুল ইসলামের ছেলে। এসময় তার কাছ থেকে দুটি মোবাইল সেট ও ৫ টি উগ্রবাদী বই উদ্ধার করা হয়।

এন্টি টেররিজম ইউনিটের এসআই জিসান বলেন, ‘গাজওয়াতুল হিন্দ’ প্রতিষ্ঠার লক্ষ্যে জঙ্গি জাহিদুল দীর্ঘদিন যাবত অনলাইনে জঙ্গিবাদ প্রচারণাসহ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশ খিলাফত প্রতিষ্ঠা করার উদ্দ্যেশে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিলো।

ধনবাড়ী থানার ওসি চাঁন মিয়া আজ  বুধবার জানান, এ ব্যাপারে ধনবাড়ী থানায় এন্টি টেররিজম ইউনিটের এসআই জিসান বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইন-২০০৯ (সংশোধনী-২০১৩) মতে মামলা দায়ের করেছেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads