• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯
এক যুগ পর ‘লাইলী’ ফিরে পেলেন পরিবার

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

এক যুগ পর ‘লাইলী’ ফিরে পেলেন পরিবার

  • নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ১৫ জানুয়ারি ২০২১

দীর্ঘ ১১ বছর নাম ঠিকানাবিহীন মানসিক ভারসাম্যহীন মেয়েকে লালন পালন করে তার পরিবারের কাছে তুলে দিয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন উপজেলার ধুবড়িয়া গ্রামের আসাদুজ্জামান রনি। গতকাল বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগের ধুবড়িয়া তেরাস্তার মো. জাকিরুল ইসলামের অফিসে উইলিয়ামের পরিবারের সদস্যদের পেয়ে আনন্দে আপ্লূত হয়ে বাকরুদ্ধ হয়ে পড়েন লাইলী।

জানা গেছে, মানসিক ভারসাম্যহীন মেয়েটিকে ২০১০ সালের দিকে ধুবড়িয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে এলোমেলো ঘুরতে দেখা যায়। মেয়েটিকে স্থানীয় লোকজন নাম-পরিচয় জিজ্ঞেস করলে সে কিছুই বলতে পারত না। মানসিক ভারসাম্যহীন মেয়েটি ধুবড়িয়া তেরাস্তা বাজারে এসে আশ্রয় নেয়। সেই সময় মেয়েটির লালন-পালনের দ্বায়িত্ব নিজ কাধে তুলে নেন রনি ‘স’ মিলের মালিক আসাদুজ্জামান। তিনি নাম পরিচয়হীন মেয়ের নাম দেন লাইলী। সেই সঙ্গে মেয়েটিকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করতে থাকেন। অবশেষে ফেসবুকের কল্যাণে মেয়েটির পরিবারের সন্ধান পান তিনি। লাইলীর আসল নাম দুর্গা রানী, স্বামীর নাম রমেশ, বাড়ি দিনাজপুরের সস্তীতলা শহীদুল কলোনী। দুর্গার বাবার বাড়ি বগুড়া জেলার সান্তাহারের সুইপার কলোনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads