• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯

সারা দেশ

আখাউড়ায় সবজিতে স্বস্তি

  • আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ জানুয়ারি ২০২১

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সর্বত্র হাট বাজারে শীতের সবজির দাম তুলণামূলক অনেক কমতে শুরু করেছে। বেশীর ভাগ সবজি বিক্রি হচ্ছে ৩০ টাকার নিচে। সপ্তাহের ব্যবধানে শিম, টমেটো, আলো, করলা, বাঁধাকপি, ফুলকপিসহ একাধিক সবজির দাম অর্ধেকের নিচে এসেছে। সবজির দাম কমায় সাধারণ ক্রেতাদের এক প্রকার স্বস্তি ফিরেছে। স্থানীয় ব্যবসায়ীরা জানায় এখন সবজির ভরা মৌসুম থাকায় সরবরাহ বৃদ্ধি পেয়েছে। এটি অব্যাহত থাকলে সবজির দাম আরো কমে আসবে।

এদিকে পৌর শহরের সড়ক বাজার গিয়ে দেখা যায় প্রতি কেজি শিম ৩০-৩৫, বাঁধকপি ১৫-২০, ফুলকপি ১০-১৫, করলা ৪০-৪৫, টমেটো ২৫-৩০, বেগুন ২০-২৫, গাজর ৩০-৩৫, পেপে ২৫-৩০, মুলা ৮-১০, আলো ২০, কাঁচা মরিচ ৫০-৬০, ধনিয়া পাতা ৩৫-৪০, মিষ্টি মুমড়া ২০-২৫, টাকা বিক্রি হচ্ছে। লাউ প্রতি পিচ ১৫-২০, কলা প্রতি হালি ২০-২৫, বিক্রি হচ্ছে। তাছাড়া বাজারে মসলা, পেঁয়াজসহ অন্যান্য পণ্য এক প্রকার স্থিতিশিল রয়েছে। অপরদিকে বয়লার মুরগী ১৪০ টাকা, লেয়ার মুরগী ২১০ টাকা, দেশি মুরগী ৩৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

তাছাড়া মাছের দাম ও বেশ কমেছে। রুই ১৬০-২২০, কাতল ১৫০-২০০, তেলাপিয়া ৮০-৯০, কার্প ১২০-২০০, পুটি ১২০-১৮০, টেংরা ৩৫০-৪০০ বোয়াল ৪০০-৫০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

বাজার করতে আসা পৌর শহরের শান্তিনগর এলাকার মো. বাহার মিয়া বলেন, গত কয়েকদিনের তুলনায় এখন বাজারে সব ধরনের সবজির দাম কমেছে। সবজির দাম কমে যাওয়ায় এখন টাটকা সবজি নিয়ে খাচ্ছি। আগে যেখানে দু’একটি সবজি কম করে কেনা হতো এখন বেশী করে নেওয়া হচ্ছে।

মালদারপাড়া এলাকার মো. আফসার মিয়া বলেন, বাজারে সবজির দাম বাড়তে থাকায় সবজি ছাড়া বাজার করা হতো। কিন্তু এখন সব সবজির দাম কমে আসায় নিয়মিত সবজি ক্রয় করছি।

মো. সিরাজ মিয়া বলেন, আগে যেখানে এক কেজি বেগুন ৬০-৭০ টাকা দিয়ে কেনা হতো। এখন ওই টাকার মধ্যে আলো, বেগুন, টমেটো কেনা যায়। সবজির দাম কমায় আমাদের মতো নিম্ন আয়ের লোকজন নিয়মিত এখন টাটকা সবজি খাচ্ছি।

সড়ক বাজার সবজি ব্যবসায়ী বাদল বণিক বলেন, তুলনামূলকভাবে বাজারে শীতের সবজি সরবরাহ বেশ বৃদ্ধি পেয়েছে। তাই দামও অনেক কমে এসেছে। তিনি আরো বলেন বাজারে সরবরাহ যত বৃদ্ধি পাবে দাম ও কমে আসবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads