• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
আখাউড়ায় মেয়র ও কাউন্সিলর পদে প্রার্থী নেই জাতীয় পার্টির

ফাইল ছবি

সারা দেশ

আখাউড়ায় মেয়র ও কাউন্সিলর পদে প্রার্থী নেই জাতীয় পার্টির

  • প্রকাশিত ১৮ জানুয়ারি ২০২১

০ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা নির্বাচনে মেয়র, সংরক্ষিত নারী কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদে কোনোটিতে প্রার্থী দিতে পারেনি জাতীয় পার্টি। মেয়রসহ কাউন্সিলর পদে প্রার্থী খোঁজে না পাওয়ায় হতাশ হয়েছেন দলের কর্মী ও সমর্থকরা।
উপজেলা ও পৌর জাতীয় পার্টির নেতারা মেয়রসহ কাউন্সিলর পদে প্রার্থী দিতে ব্যর্থ হয়েছেন বলে এমন অভিযোগ দলের তৃণমুল কর্মী ও সমর্থকদের।

দলের একাধিক নেতা-কর্মীরা জানান, ৯টি ওয়ার্ড নিয়ে এ পৌরসভা গঠিত। তফসিল ঘোষণার পরই অন্যান্য দলের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা তাদের কর্মী সমর্থক নিয়ে এলাকায় প্রচার প্রচারণা আর গণসংযোগ শুরু করলেও কোনো প্রার্থী খুঁজে না পাওয়ায় নির্বাচনে অংশ গ্রহন করতে পারেনি এই দলটি। তবে ওয়ার্ড কাউন্সিলর পদে দু’একজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করলে ও মুলত তারা দাঁড়িয়েছে ব্যক্তি ইমেজ ও এলাকার প্রার্থী হিসাবে। কিন্তু এ নির্বাচনে দলের কোন নেতাকর্মী অংশ গ্রহন না করায় কর্মী সমর্থকরা হতাশ হয়ে ভেঙ্গে পড়েছে তাদের মনোবলও।

দক্ষ নেতৃত্ব, সাংগঠনিক তৎপরতা , কেন্দ্রীয় কর্মসুচি ,সভা সমাবেশ, কর্মী যোগাযোগ না রাখাসহ নানা কারনে এ অবস্থা তৈরী হয় বলে দলের কর্মী সমর্থকরা জানায়। এ অবস্থায় দিন যতই যাচ্ছে, ততই বিলীনের পথে চলছে পল্লীবন্ধু খ্যাত হুসেন মোহাম্মদ এরশাদের জাতীয় পাটি। বর্তমানে দলটি মারাত্মক ইমেজ সংকটে ভুগছে।

উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. নজরুল হক ধনু বলেন, নির্বাচনে অংশ গ্রহনে কেন্দ্রীয় নির্দেশনা ছিল। কিন্তু অনেক চেষ্টা করে মেয়র পদে কোন প্রার্থী দেওয়া সম্ভব হয়নি। তবে এ নির্বাচনে দল থেকে আওয়ামীলীগের মনোনীত একক প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দেওয়া হয়েছে বলে জানায়।
উল্লেখ্য ইভিএম পদ্ধতিতে আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এ পৌরসভা নির্বাচন । এ পৌরসভায় মোট ভোটারসংখ্যা ২৮ হাজার ৯১০ জন। এর মধ্যে পুরুষ ১৪ হাজার ২৩১ জন ও নারী ১৪ হাজার ৬৭৯ জন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads