• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
পূর্বধলায় স্বপ্নের ঘরসহ জমি পাচ্ছেন ৫৩টি গৃহহীন পরিবার

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

পূর্বধলায় স্বপ্নের ঘরসহ জমি পাচ্ছেন ৫৩টি গৃহহীন পরিবার

  • পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ১৯ জানুয়ারি ২০২১

নেত্রকোণার পূর্বধলায় মুজিব শতবর্ষ উপলক্ষ্যে “আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার” হিসেবে জমির মালিকানসহ রঙিন দ্বিকক্ষ বিশিষ্ট সেমি পাকা ঘর পাচ্ছেন উপজেলার ৬টি ইউনিয়নের ৫৩টি গৃহহীন অসহায় পরিবার। পূর্বধলা সদর ইউনিয়নের ছোছাউড়া গ্রামে ১৭টি, জারিয়ার নাটেরকোনায় ৯টি, ধলামূলগাঁও এর সালথী ঘাগড়াপাড়ায় ৭টি, খলিশাউড়ের ইঁচুলিয়ায় ৭টি, বিশকাকুনীর ধলা যাত্রাবাড়ী ১২টি ও নারান্দিয়ার খসখসিয়ায় ১টি মোট ৫৩টি ঘর নির্মাণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম জানান, নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। আংশিক কাজ ১/২ দিনের মধ্যেই সমাপ্ত হবে। গৃহ হস্তান্তর সনদ ও তালিকা প্রস্তুত রয়েছে। আগামি ২৩ জানুযারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে হস্তাস্তর করবেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, উপজেলার সরকারী খাস জমিতে ৫৩টি ঘর নির্মাণ প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ৯০ লক্ষ ৬৩ হাজার টাকা। প্রতিটি ঘরে ব্যয় ধরা হয়েছে ১ লক্ষ ৭১ হাজার টাকা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads