• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮

সারা দেশ

কলেজছাত্র রবিন হত্যার বিচার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

  • সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ২১ জানুয়ারি ২০২১

টাঙ্গাইলের সখীপুরে কলেজছাত্র আনিছুর রহমান রবিন (১৮) হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার করটিয়াপাড়া বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে পাঁচ শতাধিক এলাকাবাসী অংশ নেয়।

মানববন্ধনে বহুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খন্দকার রফিকুল ইসলামের সভাপতিত্বে নিহত রবিনের বড় ভাই আতিক হাসান রানাসহ স্থানীয় বিএনপি’র আহ্বায়ক বজলুর রহমান ভূইয়া, সাবেক প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, এসএম ইব্রাহিম, জাহাঙ্গীর বিশ্বাস প্রমুখ বক্তব্য দেন। বক্তারা কলেজছাত্র আনিছুর রহমান রবিন হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, কলেজছাত্র আনিছুর রহমান রবিন গত ১৯ জানুয়ারি রাত ১১টার দিকে বাউল গানের আসর থেকে বাড়ি ফেরার পথে হঠাৎ একদল দুর্বৃত্তের হামলার শিকার হয়। আহত রবিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বুধবার সখীপুর থানা পুলিশ রবিনের লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠায়।

সখীপুর থানার ওসি একে সাইদুল হক ভূঁইয়া জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে বিষয়টি পুলিশ গুরুত্ব সহকারে তদন্ত করছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads