• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
আগের সীমানায় হবে ভোট

সংগৃহীত ছবি

সারা দেশ

যশোর পৌরসভা

আগের সীমানায় হবে ভোট

  • যশোর প্রতিনিধি
  • প্রকাশিত ২৫ জানুয়ারি ২০২১

আগামী ২৮ ফেব্রুয়ারি যশোর পৌরসভায় আগের সীমানায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে খসড়া ভোটার তালিকা গত বুধবার প্রকাশ করা হয়েছে। এই তালিকা অনুযায়ী, ভোটার বেড়েছে ১৫ হাজার ৫৭৭ জন। নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন, যশোর পৌরসভার কোনো সীমানা বাড়ানো হয়নি। সীমানা বেড়েছে শহরের। সেই কারণে পূর্বের সীমানাই পৌরসভার সীমানা। আসন্ন নির্বাচনে কেশবপুর পৌরসভায় খসড়া তালিকায় ভোটার বেড়েছে দু’হাজার ৬৭৩ জন। এবারই প্রথমবারের মতো যশোর এবং কেশবপুর পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে খসড়া ভোটার তালিকা অনুযায়ী, যশোর পৌরসভায় ভোটার হয়েছে এক লাখ ৪৬ হাজার ৫৯৮ জন। এর মধ্যে পুরুষ ৭২ হাজার ৫৫ এবং মহিলা ভোটার রয়েছে ৭৪ হাজার ৫৪৩ জন। সর্বশেষ, ২০১৫ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে ভোটার ছিল এক লাখ ৩১ হাজার ২১ জন। এর মধ্যে পুরুষ ৬৫ হাজার নয়জন এবং ৬৬ হাজার ১২ জন মহিলা ভোটার ছিল।

একইভাবে কেশবপুর পৌরসভায় সর্বশেষ নির্বাচনে ভোটার ছিল ১৮ হাজার ৫২। এর মধ্যে পুরুষ ছিল আট হাজার ৯২৯ জন। নয় হাজার ১২৩ জন ছিল মহিলা ভোটার। বর্তমানে কেশবপুর পৌরসভায় ভোটার সংখ্যা ২০ হাজার ৭২৫। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ১০ হাজার ১৮৫ জন। ১০ হাজার ৫৪০ জন রয়েছে মহিলা ভোটার।

ভোটার তালিকার সঙ্গে সংশ্লিষ্ট যশোর জেলা নির্বাচন অফিসের একজন কর্মকর্তা জানিয়েছেন, প্রতীক বরাদ্দের পর গেজেট প্রকাশিত হবে। তখন যাচাইবাছাই করা হবে খসড়া ভোটার তালিকা। যাচাইবাছাইয়ে সামান্য সংখ্যক ভোটার কমবেশি হতে পারে বলে জানান তিনি। ইভিএমে ভোট গ্রহণ করার সিদ্ধান্ত হওয়ায় নির্দিষ্ট তারিখের অনেক আগেই এই মেশিন ভোট কেন্দ্রে আসবে। সেখানে মগ ভোটিং (ভোটারদের প্রাকটিস করানো) হবে। ইভিএমে কীভাবে ভোটাররা ভোট দেবেন তা হাতে কলমে শেখানো হবে।

এদিকে যশোর পৌরসভার ভোটারদের বিভ্রান্তি দূর করতে সীমানা নিয়ে জেলার সিনিয়র নির্বাচন অফিসার হুমায়ুন কবির বলেন, যশোর পৌরসভার সীমানা বাড়েনি কখনো। সীমানা বেড়েছে শহরের। শহর আর পৌরসভা এক না। এ কারণে ভোটগ্রহণ করা হবে আগের সীমানায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads