• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
রায়পুরায় বাবার সঙ্গে অভিমানে কিশোরের আত্মহত্যা

প্রতীকী ছবি

সারা দেশ

রায়পুরায় বাবার সঙ্গে অভিমানে কিশোরের আত্মহত্যা

  • রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
  • প্রকাশিত ২৬ জানুয়ারি ২০২১


নরসিংদীর রায়পুরায় বাবার কাছ থেকে ওরছে যাওয়ার টাকা না পাওয়ার অভিমানে সাইফুল ইসলাম (১৫) নামে এক কিশোর আত্মহত্যা করেছে। নিহত সাইফুল ইসলাম উপজেলার নিলক্ষা ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের মালয়শিয়া প্রবাসি উজ্জল মিয়ার ছেলে। এক ছেলে ও দুই মেয়ের মধ্যে সে ছিল বড়।


আজ মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকালে পুলিশ তার নিজ বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।

নিহতের মা বলেন, গত রোববার সকালে তাকে তার নানার বাড়ি নিয়ে গেলে ওই দিনই সে তার নিজ বাড়িতে চলে আসে। মঙ্গলবার সকালে আমি এসে তাকে ডাকাডাকি করলে কোন সারা শব্দ না পেয়ে তার ঘরে উকি দিলে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ দেখতে পাই । সে তার বন্ধুদের সাথে ওরছে যাওয়ার জন্য তার বাবার কাছে ফোনে টাকা চাইলে তার বাবা টাকা দিতে অসম্মতি জানায়।সেজন্য  তার বাবার সাথে অভিমান করে সেই রাতেই সে আত্মহত্যা করে বলে নিহতের স্বজনরা জানায়।

খবর পেয়ে রায়পুরা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল তৈরি করেন। পুলিশী ধারণা প্রাথমিকভাবে এটা আত্মহত্যা। তবে ময়নাতদন্তের রির্পোট হাতে আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads