• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
কেরানীগঞ্জে ওয়াশিং কারখানা খুলে দেয়ার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

কেরানীগঞ্জে ওয়াশিং কারখানা খুলে দেয়ার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

  • কেরানীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২৭ জানুয়ারি ২০২১

দীর্ঘদিন বন্ধ থাকা ওয়াশিং কারখানা খুলে দেয়ার দাবিতে কেরানীগঞ্জের কদমতলীর গোলচত্ত্বর এলাকার মূল সড়কের একাংশ অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে মালিক- শ্রমিকরা। এসময় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

আজ বুধবার সকাল সাড়ে ১১টায় ওয়াশিং ফ্যাক্টরি মালিক সমবায় সমিতির ৫ দফা দাবিতে প্রায় ঘণ্টা ব্যাপী এ কর্মসূচিতে কয়েক হাজার মালিক শ্রমিক অংশ নেয়।

এসময় সমিতির সভাপতি কাজী আবু সোহেল কাজল বলেন, আমরা শিল্প জোনে ৫০০ কাঠা জমি কিনেছি, সেখানে গ্যাস, বিদ্যুৎ, স্যূয়্যারেজ লাইন, রাস্তা, ইটিপিসহ সব সুবিধা নিশ্চিত করতে হবে। শিল্প জোনে স্থানান্তর হওয়ার আগে কারখানাগুলো খোলা রাখা ও সহজ শর্তে ব্যাংক ঋণ প্রদানসহ মোট ৫ দফা দাবি তুলে ধরে এবং বর্তমানে যে সকল ফ্যাক্টরি বন্ধ করা হয়েছে পুনরায় তা চালু করার আহবান জানান কর্তৃপক্ষের কাছে।

সমাবেশে ওয়াশিং ফ্যাক্টরি মালিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক সোহেল রেজা বলেন, বর্তমানে ছোট বড় মাঝারি মোট ৮১টি ওয়াশিং কারখানা রয়েছে। যেখানে প্রত্যক্ষভাবে ২৫ হাজার শ্রমিক ও ১০ হাজার গার্মেন্টস, লন্ড্রি কম্পিউটার অ্যাম্ব্রয়ডারি ও নানা ধরনের শিল্প কারখানায় সম্পৃক্ত ৩ লাখ মানুষের কর্মসংস্থান হয়। বর্তমানে ওয়াশিং কারখানাগুলো বন্ধ থাকার কারণে প্রায় ২৫ হাজার শ্রমিক বেকার হয়ে পরেছে। আমাদের কেনা ৫০০ কাঠা জমিতে সরকারি সহযোগিতায় দ্রুত ব্যবস্থা গ্রহন করার দাবী জানাই। শিল্প জোনে কেনা জায়গায় মাটি ভরাটের কাজ দ্রুত এগিয়ে চলছে। এখন বিদ্যুৎ গ্যাস ইটিপি স্যূয়ারেজ লাইন প্রয়োজন। যত দ্রুত এসব কাজ সম্পন্ন হবে আমরা তত দ্রুত আবাসিক এলাকা থেকে এ কারখানাগুলো সরিয়ে নেবো।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads