• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
মুন্সীগঞ্জে নৌ পুলিশের অভিযানে ৮২ মণ জাটকা মাছ জব্দ

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

মুন্সীগঞ্জে নৌ পুলিশের অভিযানে ৮২ মণ জাটকা মাছ জব্দ

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২২ ফেব্রুয়ারি ২০২১

মুন্সীগঞ্জে ধলেশ্বরী নদীতে মুক্তারপুর নৌ-পুলিশ অভিযান চালিয়ে ৮২ মন জাটকা মাছ জব্দ করেছে।

গতকাল রোববার গভীর রাতে মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে যাত্রীবাহী কর্ণফুলী ৪ নামের লঞ্চে অভিযান চালিয়ে জাটকা মাছ জব্দ করা হয়।

ভোলা থেকে ঢাকাগামী মুন্সীগঞ্জ ধলেশ্বরী নদীতে ৩ হাজার ৩শত কেজি (৮২.৫মণ) বিক্রয় নিষিদ্ধ জাটকা মাছ উদ্ধার করেছে মুক্তারপুর নৌ পুলিশ স্টেশন।

মুক্তারপুর নৌ পুলিশ স্টেশনের ওসি মো: কবির হোসেন খান জানান, গোপন সংবাদের মুন্সীগঞ্জ ধলেশ্বরী নদীতে ভোলা থেকে ঢাকাগামী এমভি কর্নফুলী ৪ নামের যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে ৩৩০০ কেজি অবৈধ জাটকা মাছ উদ্ধার করা হয়।
পরে সোমবার সকাল ১০ টার দিকে মুক্তারপুর নৌ-ফাড়িতে মুন্সীগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা টিপু সুলতানের উপস্থিতিতে মুন্সীগঞ্জ সদরের বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও দুঃস্থদের মাঝে জাটকা মাছগুলি বিতরণ করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads