• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
সার্ভার বন্ধের অজুহাতে শিক্ষকদের বেতন আটকা

প্রতীকী ছবি

সারা দেশ

সার্ভার বন্ধের অজুহাতে শিক্ষকদের বেতন আটকা

  • লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি 
  • প্রকাশিত ২৩ ফেব্রুয়ারি ২০২১

কেন্দ্রীয় সার্ভার বন্ধের অজুহাতে লোহাগাড়ায় সরকারি প্রাথমিকের শিক্ষকদের জানুয়ারি মাসের বেতন এখনো ছাড় করা যায়নি। এতে ভোগান্তি বেড়েছে উপজেলার ১০৩টি বিদ্যালয়ে কর্মরত প্রায় ৮শ জন শিক্ষকের। এদিকে ক্ষুব্ধ শিক্ষকরা বলছেন, প্রতিবেশী সাতকানিয়া উপজেলায় শিক্ষকরা বেতন পেয়েছেন এক তারিখ আর আমাদের বেতন আজো (২২ ফেব্রুয়ারি) ছাড় হয়নি।

জানা গেছে, ২০২০ সালের অক্টোবর মাস থেকে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে জিটুপি (গভর্নমেন্ট টু পারসন) পদ্ধতিতে লোহাগাড়ায় শিক্ষকদের বেতন-ভাতা পরিশোধ করা হয়। অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তিন মাসের বেতন-ভাতা তারা ইএফটি মাধ্যমে পেলেও জানুয়ারি মাসের বেতন ফেব্রুয়ারি মাস শেষ হতে চললেও পাননি। সরকারের কেন্দ্রীয় ব্যবস্থার অংশ হিসেবে প্রাথমিক শিক্ষকদের সুবিধা দিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। গতানুগতিক ম্যানুয়াল পদ্ধতিতে শিক্ষকদের বেতন-ভাতা দেওয়ার কারণে নানা ভোগান্তিতে পড়তে হয়। তাই শিক্ষকদের ভোগান্তি লাঘব করতে সরাসরি শিক্ষকদের নিজ ব্যাংক হিসাবে বেতন-ভাতা পাঠাতে এই ব্যবস্থা নেওয়া হয়। ইএফটির মাধ্যমে অর্থ পরিশোধের লক্ষ্যে গৃহীত কর্মপরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ ও সার্বিক সহযোগিতার জন্য মাঠ পর্যায়ের হিসাবরক্ষণ অফিসগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের পরও বেতন-ভাতা না পাওয়ায় শিক্ষকরা ভোগান্তিতে পড়েছেন বলে জানান। এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা আকরাম হোসেন বলেন, বিগত তিন মাস ইএফটির মাধ্যমে শিক্ষকরা বেতন-ভাতা পেলেও জানুয়ারি মাসের বেতন এখনো পর্যন্ত আটকা রয়েছে। তিনি বিষয়টি ঊধ্বর্তন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। দক্ষিণ চট্টগ্রাম প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, এম. সালাল উদ্দিন (বশির) বলেন, বেতন ছাড়ের জন্যে বার বার যোগাযোগ করেও সমস্যার সমাধান হচ্ছে না। এতে উপজেলায় কর্মরত প্রায় ৮শ শিক্ষক পরিবার চরম দুর্ভোগের শিকার।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads