• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯

সারা দেশ

পদ্মায় জেলের জালে ২৮ কেজির বাঘাইড়

  • কুষ্টিয়া প্রতিনিধি
  • প্রকাশিত ২৬ ফেব্রুয়ারি ২০২১

কুষ্টিয়ার খোকসা উপজেলার আমবাড়িয়ায় পদ্মা নদীতে জেলে মিজানুর রহমানের জালে ২৮ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। বৃহস্পতিবার পদ্মা নদীর আমবাড়িয়া এলাকায় মাছটি ধরা পড়ে। পরে জেলে মিজানুর একই এলাকার আবু বক্করের ছেলে ব্যবসায়ী সিরাজুল ইসলামের কাছে ৯০০ টাকা কেজি দরে ২৫ হাজার ২০০ টাকায় বিক্রি করেন। বিশাল আকৃতির বাঘাইড় মাছটি দেখার জন্য কৌতূহলী মানুষের ভিড় জমে।

গত কয়েকদিন আগে একই এলাকায় পদ্মা নদীতে জালে পাঁচটি বাঘাইড় মাছ পেয়েছিলেন জেলে মিজানুর। মাছগুলোর ওজন ছিল ৭৬ কেজি। সবমিলিয়ে গত পাঁচ দিনে প্রায় দুই লাখ টাকার বাঘাইড় মাছ বিক্রি করেছেন।

মিজানুর জানান, চলতি মৌসুমে পদ্মা নদীতে ইলিশের তেমন দেখা মেলেনি। তবে বাঘাইড় মাছ ভালো পেয়েছেন। ইলিশের চেয়ে এই মাছের দামও ভালো পেয়েছেন। বাঘাইড় মাছ বিক্রি করতেও তেমন অসুবিধা হয় না। ক্রেতা এবং দাম দুটোই পাওয়া যায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads