• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮

সারা দেশ

শৈলকুপায় কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী সরঞ্জাম

  • শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
  • প্রকাশিত ২৭ ফেব্রুয়ারি ২০২১

ঝিনাইদহের শৈলকুপায় কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম।

আজ শনিবার সকাল থেকে শৈলকুপা উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে নির্বাচনের দ্বায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসারদের কাছে উপকরণ বুঝিয়ে দেওয়া হয়েছে। আগামীকাল রোববার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত শৈলকুপায় ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

শৈলকুপা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে শেফালী বেগম, ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী এ্যাড. হুমায়ুন বাবর ফিরোজ ও স্বতন্ত্র প্রার্থী আনিচুর রহমান প্রতিদ্বন্ধীতা করছেন। এ নির্বাচনে পৌরসভাসহ ১৪ টি ইউনিয়নের ১২০ টি কেন্দ্রে ২ লাখ ৮৮ হাজার ২’শ ৫৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

শৈলকুপা উপজেলা সহকারি রির্টানিং কর্মকর্তা জুয়েল আহমেদ জানান, উপনির্বাচনকে ঘিরে আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। প্রিজাইডিং অফিসারদের কাছে ব্যালট বাক্স, মাস্ক, হ্যান্ডস্যানিটাইজার সহ বিভিন্ন নির্বাচনী সরঞ্জাম বুঝিয়ে দেওয়া হয়েছে। এ নির্বাচন ঘিরে প্রতিটি কেন্দ্রে ৪ জন পুলিশ ও ১২ জন আনসার ভিডিপি সদস্যরা দায়িত্বে নিয়োজিত থাকবে। এছাড়া নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৬ প্লাটুন র‌্যাব, ৩ প্লাটুন বিজিবির পাশাপাশি ম্যাজিস্ট্র্রেট মোতায়েন থাকবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads