• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯

সারা দেশ

কোটালীপাড়ায় মাঘী পূর্নিমা তিথী উপলক্ষে বার্ষিক মহোৎসব ও কবিগান অনুষ্ঠিত

  • কোটালীপাড়া প্রতিনিধি
  • প্রকাশিত ২৮ ফেব্রুয়ারি ২০২১

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মাঘী পূর্নিমা তিথী উপলক্ষে বার্ষিক মহোৎসব ও কবিগান অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল শনিবার উপজেলার রামশীল-খাগবাড়ী শুক সেবাশ্রমে শ্রী চিন্ময় গোস্বামীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কোটালীপাড়া উপজেলা চেয়াম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস।

বিশেষ অতিথি ছিলেন কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ কৃষ্ণ প্রসাদ মজুমদার, রামশীল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতিরা মানন্দ ঢালী, রামশীল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অসিম বিশ্বাসসহ আওয়ামী লীগ , ছাত্রলীগ।

এমসয় প্রধান অতিথির বক্তব্যে বলেন, চিন্ময় গোস্বামী একজন আদ্ধাতিক পুরুষ। তার আশ্রামের জন্য টিন সেট ও একটি টিউবয়েল বরাদ্ধ করে দিছি এবং এই মন্দিরে জন্য সকল ধরনের সরকারী বরাদ্ধ পাবে। আগামী বছর এই মন্দির উদ্বোধনের প্রতিশ্রুতি রাখেন।

শুক সেবা শ্রমের অনুষ্ঠানের সঞ্চলনার দায়িত্বে ছিলেন শিক্ষক লিটন জয়ধর। পরে আশ্রমে আসা সকল ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করেন শুক সেবাশ্রম।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads