• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
আখাউড়ায় 'বিশেষ কাফেলা' পেল সম্মাননা

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

আখাউড়ায় 'বিশেষ কাফেলা' পেল সম্মাননা

  • আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • প্রকাশিত ০১ মার্চ ২০২১

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় 'বিশেষ কাফেলা' নামে একটি সংগঠনকে সম্মাননা দেওয়া হয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া লোকদের পাশে দাঁড়িয়ে ইসলামী শরীয়ত মোতাবেক তাদের জানাজা-দাফনসহ বিভিন্নভাবে সাহায্য করায় অরুণ সংঘের আয়োজনে এ সম্মাননা দেওয়া হয়।

সোমবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ নূর এ আলম প্রধান অতিথি থেকে নিজ কার্যালয়ে বিশেষ কাফেলার সদস্যদের হাতে এ সম্মাননা তুলে দেন। এ সময় বিদায়ী  ইউএনও (বর্তমান পাবনা সদর) তাহমিনা আক্তার রেইনার ক্রেস্ট সংঘের সদস্যরা আখাউড়ার বর্তমান ইউএনও’র হাতে তুলে দেন।   

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অরুণ সংঘের সভাপতি ও কালের কন্ঠের জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবু, সাংবাদিক কাজী মফিকুল ইসলাম, মো. শরীফুল ইসলাম, জালাল হোসেন মামুন, সংঘের সদস্য, অনিক উজ্বল, বিশেষ কাফেলার সভাপতি আলহাজ্ব শাহজাহান, সমন্বয়ক আলহাজ্ব. বিল্লাল হোসেন, সদস্য আলহাজ্ব শেখ ইকরাম, মাওলানা আলাল হোসেন, মাও: নজরুল ইসলাম, মোবারক হোসেন, মাওলানা আমির হামজা প্রমুখ।

সমন্বয়ক আলহাজ্ব. বিল্লাল হোসেন বলেন, প্রশাসনের সার্বিক সহযোগিতায় ব্যবসায়ী, আলেম, হাফেজ ও শিক্ষাথীসহ ১৭ জন নাগরিক নিয়ে বিশেষ কাফেলা নামে এ সংগঠনটি গঠন করা হয়। আমরা চেষ্টা করেছি জীবন ঝুঁকি নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া লোকদের পাশে দাঁড়াতে। পৌরশহরসহ উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া এ পর্যন্ত ৯ জনের জানাজা -দাফনের কাজ তারা সম্পন্ন করা হয়। সংগঠনকে এ সম্মননা দেওয়ায় তিনি অরুণ সংঘসহ সকলকে ধন্যবাদ জানান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads