• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
টাঙ্গাইলে বিমান বাহিনীর শীতকালীন মহড়া প্রদর্শন

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

টাঙ্গাইলে বিমান বাহিনীর শীতকালীন মহড়া প্রদর্শন

  • সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ০৩ মার্চ ২০২১

বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি পাহাড়কাঞ্চনপুরের আয়োজনে শীতকালীন মহড়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২ টায় ঢাকা থেকে আগত বিমান বাহিনীর কমব্যাট সার্চ অ্যান্ড রেসকো মিশন পাহাড়কাঞ্চনপুর বিমান ঘাঁটির তত্ত্বাবধানে টাঙ্গাইল এয়ার ফিল্ডে এ মহড়া পরিচালনা করে। মহড়ায় বিমান বাহিনীর চারটি ফাইটার বিমান ও তিনটি হেলিকপ্টারের মাধ্যমে আহত পাইলটকে উদ্ধারের কৌশল প্রদর্শন করা হয়।

টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ সময় বাংলাদেশ বিমান বাহিনীর পাহাড়কাঞ্চনপুর ঘাঁটি অধিনায়ক এয়ার কমোডোর কাজী মাজহারুল ইসলাম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, বিমান বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ সিভিল প্রশাসন ও সামরিক বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads