• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
দোহারে অবৈধভাবে বালু উত্তোলন : ব্যবসায়ীকে দণ্ড

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

দোহারে অবৈধভাবে বালু উত্তোলন : ব্যবসায়ীকে দণ্ড

  • দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
  • প্রকাশিত ০৪ মার্চ ২০২১

ঢাকার দোহার উপজেলায় নয়াবাড়ী ইউনিয়নের পদ্মা নদীর অংশে অবৈধভাবে নদীর বালু ড্রেজার দিয়ে উত্তোলন করার অপরাধে এক ড্রেজার ব্যবসায়ীকে দণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

জানা যায়, উপজেলায় নয়াবাড়ী ইউনিয়নের পাতরাইল এলাকায় পদ্মা নদীর অংশে দীর্ঘ দিন যাবৎ এক বালু ব্যবসায়ী অবৈধভাবে নদীর বালু ড্রেজার দিয়ে উত্তোলন করে বিক্রি করেছে।

গতকাল বুধবার বিকালে পদ্মা নদীর অংশে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়টি জানতে পেয়ে দোহার উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময়ে অভিযান চালিয়ে অবৈধভাবে পদ্মা নদীর বালু ড্রেজার দিয়ে উত্তোলন করার অপরাধে এক ড্রেজার ব্যবসায়ীকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন- ২০১০ এর ৪ ধারার অপরাধে ১৫(১) ধারায় নগদ ৫০ হাজার টাকা আর্থিক দণ্ড প্রদান করেন। এ সময় দোহার থানা পুলিশ তাকে সহযোগিতা করেন।

দোহার উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, অবৈধভাবে নদীর বালু উত্তোলন ও বিক্রির বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads