• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯

সারা দেশ

আখাউড়া স্থলবন্দর পরিদর্শন করলেন বন্দর চেয়ারম্যান এম তারিকুল ইসলাম

  • আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • প্রকাশিত ০৭ মার্চ ২০২১

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর পরিদর্শন করেছেন বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান অতিরিক্ত সচিব কে. এম. তারিকুল ইসলাম।

আজ রোববার ট্রেন যোগে তিনি সকাল সাড়ে ১০টায় আখাউড়া এসে পৌঁছান। এরপর তিনি সড়ক পথে স্থল বন্দরে পরিদর্শনে যান। সেখানে প্রথমে স্থল বন্দর কর্তৃপক্ষ ও ব্যবসায়ী নেতারা তাকে ফুল দিয়ে বরণ করেন। পরে তিনি স্থলবন্দরে ব্যবসায়ীসহ সংশ্লিস্টদের সাথে মতবিনিময় সভা করেন।

এসময় জনপ্রতিনিধি কাস্টমস, স্থলবন্দর ও বিজিবির প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা শেষে তিনি বন্দরের বিভিন্ন অবকাঠামো পরিদর্শন করেন। পাশাপাশি তিনি আখাউড়া-আশুগঞ্জ ফোরলেন সড়ক নির্মাণের বিষয়েও খোঁজ খবর নেন।

নো-ম্যান্সল্যান্ডে দুপুরে সাংবাদিকদেরকে এক প্রশ্নের জবাবে বন্দর চেয়ারম্যান কে. এম. তারিকুল ইসলাম বলেন, স্থলবন্দরগুলো দিয়ে দেশে চাহিদা আছে- এমন সব পণ্য বৈধপথে শুল্কায়নের মাধ্যমে আমদানির ব্যবস্থা চালু করা গেলে সীমান্ত দিয়ে চোরাচালান প্রতিরোধ হবে।

দীর্ঘদিন ধরেই দেশের অন্যতম বৃহৎ ও শতভাগ রফতানিমুখী আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকর নিষিদ্ধ পণ্য ব্যতিত সকল পণ্য আমদানির অনুমতি দেয়ার দাবি জানিয়ে আসছেন ব্যবসায়ীরা।

স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তারিকুল ইসলাম বলেন, পণ্য আমদানির বিষয়ে ব্যবসায়ীদের কাছ থেকে তাঁদের প্রত্যাশার কথা জেনেছি। তাঁরা চাচ্ছেন, একেবারে ওপেন করে দিতে, যেন সব ধরণের পণ্য আমদানি করতে পারেন। বৈধপথে, শুল্কায়ন করে আমদানি যদি চালু করা যায়, তাহলে চোরাচালান অটোমেটিক বন্ধ হবে। আমিও আমদানির সুযোগ দেয়ার পক্ষে।

তিনি আরও বলেন, সবধরণের পণ্য আমদানির অনুমতি কোনো বন্দরেই নেই। সব স্থলবন্দরের নিজস্ব একটি পণ্য তালিকা আছে। যে এই পণ্যগুলো- এই বন্দর দিয়ে আমদানি হবে। স্থানীয় চাহিদা অনুযায়ী ব্যবসায়ীরা তালিকা দিক, একেবারে ওপেন না হলেও এনবিআর এ বিষয়টি অবশ্যই বিবেচনা করবে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান, প্রকল্প পরিচালক (সওজ) আকতার হোসেন পাটোয়ারি, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আশরাফ আহমেদ রাসেল, সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান, ডেপুটি কমিশনার (কাস্টমস) ফখরুল আলম চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম ভূইয়া, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. সাইফুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাছরিন শফিক আলিয়া, আখাউড়া স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক ফোরকান আহমেদ খলিফা ও আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক মো. শফিকুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads