• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
কৃষির উন্নয়নে হারভেস্টার মেশিন পেলেন ২ কৃষক

সংগৃহীত ছবি

সারা দেশ

কৃষির উন্নয়নে হারভেস্টার মেশিন পেলেন ২ কৃষক

  • আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • প্রকাশিত ০৭ এপ্রিল ২০২১

কৃষিতে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বাড়াতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভুর্তকি মুল্যে দুই কৃষকের মাঝে কম্বাইন হারভাস্টার মেশিন বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে কম্বাইন হারভেস্টর মেশিনগুলো তাদের মাঝে বিতরণ করা হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও কৃষি যন্ত্রপাতিতে উন্নয়ন সহায়তায় বাস্তবায়ন ও মনিটরিং সেলের তত্বাবধানে উপজেলার দক্ষিণ ইউনিয়নের বড় কুড়ি পাইকা গ্রামের কৃষক মো. জাবেদ ইকবালকে একটি ও ধরখার ইউনিয়নের রুটি গ্রামের মকছুদা বেগমকে একটি  কম্বাইন হারভাস্টার মেশিন দেওয়া হয়।

বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাশেম ভূইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরে-এ আলম, উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা বেগম, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জহিরুল হক, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. বিল্লাল হোসেন প্রমূখ। 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads