• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮

ক্রিকেট

৫০০ পেরুলো বাংলাদেশ

  • বাসস
  • প্রকাশিত ০১ ফেব্রুয়ারি ২০১৮

শ্রীলংকার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৫১৩ রানে অলআউট হয় স্বাগতিক বাংলাদেশ। এই নিয়ে সপ্তমবারের মত পাঁচ বা ততোধিক দলীয় সংগ্রহ পেল টাইগাররা। নিজেদের টেস্ট ইতিহাসে এটি পঞ্চম সর্বোচ্চ দলীয় সংগ্রহ বাংলাদেশের। তবে শ্রীলংকার বিপক্ষে এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। লংকানদের বিপক্ষে সর্বোচ্চ দলীয় সংগ্রহটিই বাংলাদেশের সেরা স্কোর।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করে মোমিনুলের ১৭৬, মুশফিকুর রহিমের ৯২ ও অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের অপরাজিত ৮৩ রানে ১২৯ দশমিক ৫ ওভার ব্যাট করে ৫১৩ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। চট্টগ্রামের এই ভেন্যুতে এই নিয়ে তৃতীয়বার পাঁচ বা ততোধিক দলীয় সংগ্রহ দাঁড় করালো টাইগাররা। তবে এবারের ৫১৩ রান এই ভেন্যুতে সর্বোচ্চ দলীয় সংগ্রহ বাংলাদেশের।

এর আগে এই ভেন্যুতে ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫০১ ও ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৫০৩ রান করে বাংলাদেশ।

নিজেদের টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ ৬৩৮ রান। ২০১৩ সালে গল-এ শ্রীলংকার বিপক্ষে ১৯৬ ওভার ব্যাট করে সবক’টি উইকেট হারিয়ে ৬৩৮ রান করেছিলো লংকানরা।

টেস্ট ক্রিকেটে পাঁচ বা ততোধিক দলীয় ইনিংস বাংলাদেশের :

 

দলীয় সংগ্রহ- ওভার-  প্রতিপক্ষ- ভেন্যু সাল

 

৬৩৮- ১৯৬.০- শ্রীলংকা- গল- ২০১৩

৫৯৫/৮ডি- ১৫২.০- নিউজিল্যান্ড- ওয়েলিংটন- ২০১৭

৫৫৬- ১৪৮.৩- ওয়েস্ট ইন্ডিজ- ঢাকা- ২০১২

৫৫৫/৬ডি- ১৩৬.০- পাকিস্তান- খুলনা- ২০১৫

৫১৩ ১২৯.৫ শ্রীলংকা চট্টগ্রাম ২০১৮

৫০৩- ১৫৩.৪- জিম্বাবুয়ে- চট্টগ্রাম- ২০১৪

৫০১- ১৪৮.৫- নিউজিল্যান্ড- চট্টগ্রাম- ২০১৩

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads