• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯

ক্রিকেট

এক বছরের জন্য নিষিদ্ধ স্টিভ-ওয়ার্নার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৮ মার্চ ২০১৮

বল ট্যাম্পারিং বা ইচ্ছাকৃতভাবে বলের আকার বদলানোর পরিকল্পনার অপরাধে স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নারকে ১ বছরের জন্য সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। অন্যদিকে, বল ট্যাম্পারিংয়ের নায়ক সেই ক্যামেরন ব্যানক্রফটকে ৯ মাসের জন্য নিষিদ্ধ করেছে সিএ । শাস্তি মাথায় নিয়ে আজ দক্ষিণ আফ্রিকা ত্যাগ করবেন স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট।

কেপটাউন টেস্টের তৃতীয় দিনের খেলা চলা কালে ইচ্ছাকৃত ভাবে বলের আকার নষ্ট করার চেষ্ঠা করেন ক্যামেরন ব্যানক্রফট। তার বল নষ্ট করার চেষ্ঠার চিত্র ধরা পড়ে জায়ান্ট স্ক্রীনে। তখনই এই নিয়ে হৈচৈ শুরু হয়। দিন শেষে অপরাধে স্বীকার করেন স্মিথ, ওয়ার্নার ও ব্যানক্রফট। এরপরই সবাই এদেও কি শাস্তি হয় তা দেখার অপেক্ষায় ছিল।

ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ্যে তদন্ত দলের প্রধান ইয়াইন রয় এখন পর্যন্ত বল ট্যাম্পারিংয়ের সঙ্গে অস্ট্রেলিয়ার কোচ ড্যারেন লেম্যানের সংশ্লিষ্টতা পাননি। যদিও সেদিনের ভিডিও ফুটেজে দেখা গেছে দ্বাদশ ব্যক্তি পিটার হ্যান্ডসকম্বের মাধ্যমে লেম্যান ব্যানক্রফটের কাছে বার্তা পাঠান। এরপর যে বস্তু দিয়ে বলের আকার পরিবর্তন করার চেষ্টা করেছেন ব্যানক্রফট সেটি তিনি লুকানোর চেষ্টা করেন।

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড জানান, লেম্যান এখনো পদত্যাগ করেননি এবং তার সাথে চুক্তি বহাল রাখবে দেশটির ক্রিকেট বোর্ড। জোহানেসবার্গে শুক্রবার শুরু হবে দুদলের মধ্যে চতুর্থ ও শেষ টেস্ট। এই ম্যাচে অস্ট্রেলিয়ার একাদশে থাকবেন ম্যাট রেনশ, গ্লেন ম্যাক্সওয়েল ও জো বার্নস।

অধিনায়কের দায়িত্ব পালন করবেন টিম পেইন। জানা গেছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল, পৃষ্ঠপোষক ও ভক্তদের চাপের মুখেই স্মিথ, ওয়ার্নার ও ব্যানক্রফটকে দেশে ফিরিয়ে নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads