• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮

১৭ বলে ফিফটির পথে নারাইন

সংগৃহীত

ক্রিকেট

নারাইনের রেকর্ড হাতছাড়া : পরাজয়ের গ্লানি কোহলিদের

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ০৯ এপ্রিল ২০১৮

দিনের প্রথম ম্যাচে লোকেশ রাহুলের ১৪ বলে ফিফটি ছিনিয়ে নেয় সুনীল নারাইনের আইপিএলে সবচেয়ে দ্রুততম ফিফটির রেকর্ডটি। হঠাৎ করেই ব্যাটসম্যানে রূপ নেওয়া নারাইন তাই রেকর্ড হারানোর রাগটা ঝাড়লেন রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বোলারদের ওপর। নারাইনের ঝোড়ো ফিফটি  ৭ উইকেটে ১৭৬ রান তুলে নেয়া বেঙ্গালুরুকে ৪ উইকেটে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। মাত্র ১৭ বলে ফিফটি পেয়েছেন নারাইন ।

মজার ব্যপার এ নিয়ে টানা তিন ম্যাচে পরে ব্যাট করা দলই জিতল আইপিএলে।

১৭৭ রানের টার্গেট তাড়া করতে ওপেনিংয়ে নেমেছিলেন সুনীল নারাইন ও ক্রিস লিন। যুজবেন্দ্র চাহালের প্রথম বলে চার ও দ্বিতীয় বলে ছক্কা হাঁকিয়ে ইঙ্গিতটা দিয়ে রেখেছিলেন নারাইন। তবে গত আইপিএলে পাওয়ার প্লেতে সবচেয়ে ভয়ংকর দুজনের জুটিটা অবশ্য খুব বেশিক্ষণ টেকেনি। দ্বিতীয় ওভারেই মাত্র ৫ রান করে ফিরেছেন লিন। কিন্তু নারাইন হাল ধরেন একাই। লিন ফেরার পরে তিন ওভারে তাই ঝড় চলল চাহাল ও ওয়াশিংটন সুন্দরদের ওপর দিয়ে। ৫ ছক্কা ও ৪ চারে পঞ্চম ওভারেই ফিফটি তুলে নেন।গত মৌসুমে এই বেঙ্গালুরুর বিপক্ষেই ১৫ বলে ফিফটির রেকর্ড গড়েছিলেন। আজ অবশ্য ফিফটি ছুঁতে ১৭ বল লেগেছে তাঁর। আইপিএল ইতিহাসের চতুর্থ দ্রুততম। এ রেকর্ডে অবশ্য তাঁর সঙ্গী আরও চারজন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads