• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯

ক্রিকেট

অধিনায়ক হতে আগ্রহী ফিঞ্চ

  • প্রকাশিত ১৭ এপ্রিল ২০১৮

বল টেম্পারিং কেলেঙ্কারি বড় বিপদে ফেলেছে অস্ট্রেলিয়াকে। একই ঘটনায় নিষিদ্ধ হয়েছেন দলের নিয়মিত অধিনায়ক স্টিভেন স্মিথ এবং সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার। দক্ষিণ আফ্রিকার তৃতীয় টেস্টের মাঝপথে দায়িত্ব থেকে অব্যাহতি পান তারা। সেই সময় টেস্ট দলকে নেতৃত্ব দেন উইকেটরক্ষক টিম পেইন। পরে সাদা পোশাকের জন্য তাকে দায়িত্ব দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া। কিন্তু এখনো বাকি রয়েছে সীমিত ওভার ক্রিকেটের দুই ফরম্যাট। অস্ট্রেলিয়ার ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলের অধিনায়ক কে হবেন, সেটা নিয়ে জল্পনা-কল্পনা চালাচ্ছে অজি মিডিয়া। এ সময় নিজের আগ্রহের কথা প্রকাশ করেলন অ্যারন ফিঞ্চ। ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, বোর্ড চাইলে অধিনায়কের গুরুদায়িত্ব সততার সঙ্গে পালন করতে আগ্রহী।

অস্ট্রেলিয়ার সব ফরম্যাটের দীর্ঘস্থায়ী অধিনায়ক ছিলেন স্মিথ। ২০১৯ সালে ইংল্যান্ডের ওয়ানডে বিশ্বকাপের আগে দলে ফেরার সুযোগ থাকলেও নেতৃত্বের সুযোগ পাবেন না তিনি। সুতরাং সামনের সময়টার জন্য একজন স্থায়ী অধিনায়ক খুঁজচ্ছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। রঙিন পোশাকের জন্য টিম পেইনের সুযোগ নেই বললে চলে। কারণ ওখানে উইকেটরক্ষক হিসেবে আছেন অ্যালেক্স ক্যারি।

সীমিত ওভারের দলের নেতৃত্বে আসার জন্য একটু বাড়তি গুণ আছে মারকুটে ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চের। তবে টেস্ট স্কোয়াডে জায়গা নেই তার। ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের জন্য তার জায়গা পাকা। এ ছাড়া আরো আছে এই দুই ফরম্যাটেই দেশকে অল্প বিস্তরে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা। সুতরাং অন্য যে কারো তুলনায় এই দলের জন্য এগিয়ে আছে ফিঞ্চ। যৌক্তিক কারণ আছে ওই পদে ফিঞ্চকে বেছে নেওয়ার।

বর্তমানে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএলে খেলতে ভারতে আছেন ডানহাতি এই ব্যাটসম্যান। সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি অবশ্যই হাত তুলব এর জন্য। কিন্তু সত্যি বলতে এই নিয়ে আমি এখনো ভাবিনি।’ এ সময় তিনি আরো বলেন, ‘এটা নিশ্চিতভাবেই খুব কঠিন সময়। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে এবং দুবাইয়ে (পাকিস্তানের বিপক্ষে) টেস্টের জন্য আগামী কয়েক মাসে পরিবর্তন তো আসবেই। সুযোগ এলে সেটা নিতে ভালো লাগবে, কিন্তু এমন না যে এটা নিয়ে আমি ভেবেছি।’

এর আগে ২০১৪ সালে ছয়টি টি-টোয়েন্টি ম্যাচে দলকে নেতৃত্বে দেন ফিঞ্চ। সে সময় সব ফরম্যাটে আলাদা অধিনায়ক তত্ত্ব মেনে চলত অস্ট্রেলিয়া। কিন্তু  দু’বছর পর এক অধিনায়ক নীতি আবারো চালু করে তারা। ফলে সব ফরম্যাটের অধিনায়কত্ব পান স্টিভেন স্মিথ। আগামী জুনে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচে ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। এর আগেই নিশ্চিত করতে হবে কে হচ্ছেন অজি দলের অধিনায়ক।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads