• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯

ক্রিকেট

বিসিএল

আজ মাঠে গড়াচ্ছে পঞ্চম রাউন্ড

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১৭ এপ্রিল ২০১৮

আজ থেকে মাঠে গড়াবে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) পঞ্চম রাউন্ডের ম্যাচ। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে মুখোমুখি হবে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল ও ওয়ালটন মধ্যাঞ্চল। অন্যদিকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবি উত্তরাঞ্চল মোকাবেলা করবে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের। চার দিনের দুটি ম্যাচই শুরু হবে সকাল সাড়ে ৯টায়।

চতুর্থ রাউন্ড শেষে পয়েন্ট তালিকায় সবার উপরে রয়েছে বিসিবি উত্তরাঞ্চল। চার ম্যাচে তিন ড্র ও এক জয়ে ৪১ পয়েন্ট দলটির। অন্যদিকে চার ম্যাচে চারটিতে ড্র করেছে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলও। ৩৯ পয়েন্ট নিয়ে দলটির অবস্থান দ্বিতীয়। চার ম্যাচে চার ড্র দক্ষিণাঞ্চলের। ফলে পয়েন্ট তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে দলটি, পয়েন্ট ৩৮। অন্যদিকে তিন ড্র ও এক হারে ২৯ পয়েন্ট নিয়ে সবার নিচে অবস্থান করছে ওয়ালটন মধ্যাঞ্চল।

প্রত্যেক দল চারটি করে ম্যাচ খেলেছে। মানে চতুর্থ রাউন্ড শেষে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে মোট আটটি। অথচ এর মধ্যে রেজাল্ট হয়েছে মাত্র একটিতে। যেখানে একটি জয় বিসিবি উত্তরাঞ্চলের। দলটি হারিয়েছিল ওয়ালটন মধ্যাঞ্চলকে। বাকি সাতটি ম্যাচেই রেজাল্ট হয়নি। সব ম্যাচই ড্র। চতুর্থ রাউন্ডের দুটি ম্যাচই ড্র হয়েছে। সামনের দুই রাউন্ডের ম্যাচেও যে রেজাল্ট আসবে, তা আগাম বলা যাচ্ছে না। কারণ চার দিনের ম্যাচে ইদানীং রান উৎসব হচ্ছে। দেখা মিলছে সেঞ্চুরির পর পর সেঞ্চুরি।

চতুর্থ রাউন্ডের ম্যাচে সিলেটে রান ফোয়ারায় ড্র হয় দক্ষিণাঞ্চল ও পূর্বাঞ্চলের মধ্যকার লড়াই। দক্ষিণাঞ্চলের হয়ে দুই ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন তুষার ইমরান। পূর্বাঞ্চলের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেও অপরাজিত ছিলেন লিটন কুমার দাস ও আফিফ হোসেন।

অন্যদিকে বগুড়াতেও দেখা মেলে রান উৎসব। ওয়ালটন মধ্যাঞ্চল প্রথম ইনিংসে করেছিল ৫২৯। সেঞ্চুরি করেছিলেন দুজন। সাদমান ইসলাম ও মার্শাল আইয়ুব। জবাবে বিসিবি উত্তরাঞ্চলের হয়ে সেঞ্চুরি হাঁকান মুশফিকুর রহীমও। যদিও ফলোঅন এড়াতে পারেনি দলটি। আবার ব্যাট করতে নেমে বিসিবি উত্তরাঞ্চলের হয়ে সেঞ্চুরি করে অপরাজিত থাকেন ওপেনার মিজানুর রহমান। ৮৯ রানে আউট হন নাজমুল হোসেন শান্ত। সব মিলিয়ে ব্যাটসম্যানদের রাজত্ব; বোলাররা রান বিলিয়েছেন অকাতরে।

ইনজুরির কারণে বিসিএলে তারকা ক্রিকেটারদের উপস্থিতি কমছে। শেষ দুই রাউন্ডে খেলার কথা থাকলেও তা হচ্ছে না। ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় তামিম ইকবাল, তাসকিন আহমেদ এবং মেহেদি হাসান মিরাজ খেলতে পারবেন না শেষ দুই রাউন্ডের ম্যাচ। বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন তিনজনেরই মাঠে ফিরতে সময় লাগবে প্রায় এক মাস। কাঁধের ব্যথায় মিরাজকে একটি ইনজেকশন দেওয়া হয়েছে। বাকিটা দেওয়া হবে আরো ১৫ দিন পর। রেজাল্ট আসতে সময় লাগবে এক মাস। পিঠের পুরনো ব্যথায় তাসকিনের রিহ্যাব চলছে। এর মধ্যে খেলতে মানা। হাঁটুর ইনজুরিতে থাকা তামিমের ফিরতে সময় লাগবে, এই দুজনের চেয়ে আরো একটু বেশি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads