• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮

ক্রিকেট

‘অর্থেই নষ্ট অজি ক্রিকেট’

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ২২ এপ্রিল ২০১৮

অস্ট্রেলিয়ার বল টেম্পারিং ইস্যুর রেশ এখনো রয়েছে। প্রতিদিন কিছু না কিছু খবর বের হচ্ছে। এরই মধ্যে নতুন করে বিতর্কের জন্ম দিলেন অস্ট্রেলিয়ার সাবেক লেগ স্পিনার শেন ওয়ার্ন। সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড এবং ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনকে একহাত নিলেন তিনি। খেলোয়াড়দের বিভেদ ও অর্থলোভের কারণে নষ্ট হচ্ছে অস্ট্রেলিয়ার ক্রিকেট এমন মন্তব্যও করেছেন সর্বকালের সেরা এই লেগ স্পিনার।

সূত্রপাত দেশটির বিগ ব্যাশ টি-টোয়েন্টি লিগকে ঘিরে। অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টটি বেশ জনপ্রিয়। কিন্তু এবারের অস্ট্রেলিয়ার গ্রীষ্মে টুর্নামেন্টটিতে বাড়তে যাচ্ছে ম্যাচের সংখ্যা। আর তাতেই বেজায় ক্ষেপেছেন অজি ক্রিকেটের অন্যতম গ্রেট। তার মতে, ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এবং ক্রিকেটারদের অর্থলোভ ম্যাচ বাড়ার কারণ। মূলত বোর্ডকে দায়ী করলেও অস্ট্রেলিয়া ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের দোষের কথাও বলেছেন তিনি।

বিগ ব্যাশে মোট দলের সংখ্যা ৮টি। ফাইনালসহ খেলা হয় ৪৩টি ম্যাচ। কিন্তু আগামী মৌসুমের জন্য এটি বাড়িয়ে ৫৯-এ নিয়ে যাওয়া হচ্ছে। কিছুদিন আগেই ফক্স স্পোর্টস ও চ্যানেল সেভেনের সঙ্গে ১.২ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের চুক্তি হয়। আর এটাই ম্যাচসংখ্যা বাড়ার কারণ। তাছাড়া প্রায় এক বছর আগে বেতন ও চুক্তির শর্ত নিয়ে অস্ট্রেলিয়া ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন ও সিএ’র মধ্যে বড়সড় একটা দ্বন্দ্ব হয়েছিল। যার রেশ রয়েছে এখনো।

তাই গতকাল নিজের টুইটার অ্যাকাউন্টে এ নিয়ে ক্ষোভ ঝাড়েন ওয়ার্ন। তার মতে, বোর্ড বা ক্রিকেট অ্যাসোসিয়েশনের কেউই অস্ট্রেলিয়ার ক্রিকেটের কথা ভাবছে না- ‘অস্ট্রেলিয়ান ক্রিকেটে খেলোয়াড় ও বোর্ডের মধ্যে সমান পার্টনারশিপ থাকা প্রয়োজন। তাহলেই সবার অবস্থান সমান থাকবে। সব সময় যে একমত হওয়া যাবে না, সেটা ঠিক। কিন্তু উভয় দলের মনোভাব যদি থাকে নিজেদের জন্য নয় অস্ট্রেলিয়ার ক্রিকেটের জন্য, যা ভালো তা করবে তাহলেই ক্রিকেট ও ভক্তরা খুশি থাকবে।’

ওয়ার্নের মতে, সিএ অর্থের লোভে বিগ ব্যাশের মতো একটি সুন্দর টুর্নামেন্টকে নষ্ট করবে- ‘আশা করা যায় লোভও দরজার বাইরে ছুড়ে ফেলা হবে। উদাহরণ হিসেবে বলা যায়- বিগ ব্যাশে সামনের ও পরবর্তী মৌসুমগুলোয় অনেক বেশি ম্যাচ থাকবে। এটা দারুণ একটা প্রতিযোগিতা। তাই অল্পতেই সন্তুষ্ট হওয়ার মনোভাব থাকা উচিত। দারুণ একটা পণ্যকে নষ্ট করে শুধু ডলারের জন্য আমরা এমনটা না করি।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads